বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জন নারী পরীক্ষার্থী রয়েছেন। তাঁদের বগুড়া সদর ও শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত বগুড়া শহরের ৩৭টি কেন্দ্রে এক সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে আটক পরীক্ষার্থীরা গোপনে মোবাইল ফোন কেন্দ্রে নিয়ে যায়। তাঁরা প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর পর বাইরে থেকে উত্তর তৈরি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উত্তর পাঠিয়ে দেওয়া হয়। পরীক্ষার্থীদের কানে ব্যবহার করা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে উত্তরপত্র পূরণ করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ২২ জনকে আটক করেন।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া সিটি বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মজিবর রহমান মহিলা কলেজসহ ১১টি পরীক্ষা কেন্দ্র থেকে ২২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে ১৯ জনকে বগুড়া সদর থানায় এবং তিনজনকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, আটককৃতদের নামে পাবলিক পরীক্ষা আইনে পৃথক ১০টি মামলা দায়ের করা হবে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, তিনজন নারী পরীক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হবে।
এদিকে, বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩২ হাজার ১৭৯ জন। আজ শুক্রবার পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৩ হাজার ৫৬৬ জন।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফসানা ইয়াসমিন বলেন, কিছু পরীক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে কেন্দ্র থেকে প্রশ্ন বাইরে পাঠিয়ে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে অসদুপায় অবলম্বনের চেষ্টা করার সময় তাঁদেরকে আটক করা হয়েছে। তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখানে নিয়মিত মামলা দায়ের হবে।
বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জন নারী পরীক্ষার্থী রয়েছেন। তাঁদের বগুড়া সদর ও শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত বগুড়া শহরের ৩৭টি কেন্দ্রে এক সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে আটক পরীক্ষার্থীরা গোপনে মোবাইল ফোন কেন্দ্রে নিয়ে যায়। তাঁরা প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর পর বাইরে থেকে উত্তর তৈরি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উত্তর পাঠিয়ে দেওয়া হয়। পরীক্ষার্থীদের কানে ব্যবহার করা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে উত্তরপত্র পূরণ করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ২২ জনকে আটক করেন।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া সিটি বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মজিবর রহমান মহিলা কলেজসহ ১১টি পরীক্ষা কেন্দ্র থেকে ২২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে ১৯ জনকে বগুড়া সদর থানায় এবং তিনজনকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, আটককৃতদের নামে পাবলিক পরীক্ষা আইনে পৃথক ১০টি মামলা দায়ের করা হবে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, তিনজন নারী পরীক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হবে।
এদিকে, বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩২ হাজার ১৭৯ জন। আজ শুক্রবার পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৩ হাজার ৫৬৬ জন।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফসানা ইয়াসমিন বলেন, কিছু পরীক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে কেন্দ্র থেকে প্রশ্ন বাইরে পাঠিয়ে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে অসদুপায় অবলম্বনের চেষ্টা করার সময় তাঁদেরকে আটক করা হয়েছে। তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখানে নিয়মিত মামলা দায়ের হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।
৮ মিনিট আগেনেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগে