Ajker Patrika

২ মাস আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী খণ্ডিত লাশের এক পা উদ্ধার 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২০: ০৮
২ মাস আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী খণ্ডিত লাশের এক পা উদ্ধার 

বগুড়া শাজাহানপুর উপজেলায় খুকী বেগম (৬০) নামের এক নারীর বস্তাবন্দী খণ্ডিত লাশ উদ্ধার হওয়ার প্রায় দুমাস পর আরও একটি পা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আশেকপুর ইউনিয়নের জোড়া বটতলা তালপুকুর পাড়া গ্রামের মুন্না বেওয়ার (৭০) বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে পা উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, জিজ্ঞাসাদের জন্য মুন্না বেওয়াকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

এর আগে, গত ৪ আগস্ট দুপুর ১২টার দিকে একইস্থানের একটি পুকুরের পাশ থেকে খুকি বেগমের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত খুকী বেগম ওই এলাকার খোরশেদ আলমের স্ত্রী। হত্যার ঘটনায় ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

নিহতের ছেলে মৎস্য ব্যবসায়ী জাহিদুল আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় তাঁরা দেখতে পান পুকুরের পাশে মুন্না বেওয়ার বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা সিমেন্ট দিয়ে লাগানো ছিল না। পলিথিন এবং বস্তা দেওয়া ছিল। এতে সন্দেহ হলে পুলিশ ঢাকনা খুলে আমার মায়ের পা দেখতে পায়।’ 

জাহিদুল আরও বলেন, ‘আমার মাকে কারা হত্যা করে লাশ টুকরো করে বস্তায় ভরে ফেলে গেছে তা আমরা জানি না। একটু সময় পেলেই আমার মা মুন্না বেওয়ার বাড়িতে যেতেন। তাঁদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ভালো।’ 

এর আগে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জাহিদুল বলেছিলেন, প্রায় ১০ বছর আগে তাঁর সৎ ভাই বিপুলকে (১৩) বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের উপজেলায় হত্যা করে লাশ রেললাইনের পাশে ফেলে রেখে গিয়েছিল খুনিরা। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নিহত খুকী বেগমের আরও একটি পা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুন্না বেওয়াকে থানায় আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত