নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগরীর একটি শোরুমের তালা ভেঙে ৩৪টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ কাজে দুই জন ব্যক্তি অংশ নেন। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে এ চিত্র। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ৭টার মধ্যে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা মোড়ে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় এই চুরির ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে চোরদের শনাক্ত করার কাজ চলছে। তবে আজ শুক্রবার পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। দ্রুতই চোরেরা ধরা পড়বে বলে তিনি আশা করছেন।
স্থানীয়রা জানায়, শোরুমটি রাজশাহীর নগর ভবন সংলগ্ন এবং প্রধান সড়কের পাশেই। এমন একটি স্থানে সাতসকালে চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই শোরুমের মালিকের নাম আল ইয়াসিন শিমুল। নগরীর কাজলা এলাকার বাসিন্দা তিনি। ৩৪টি ল্যাপটপ চুরি হওয়ায় তাঁর অন্তত ৮ লাখ ৬৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে তিনি মামলা করেছেন।
আল ইয়াসিন শিমুল বলেন, দোতলায় উঠতে গেলে প্রথমেই নিচতলায় একটি তালা খুলতে হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর ভাতিজা দোকানে ওঠার জন্য গেলে দেখেন নিচতলায় অন্য তালা লাগানো। বিষয়টি শিমুলকে জানানো হলে তিনি মোবাইলের সঙ্গে কানেকশন থাকা সিসি ক্যামেরা চেক করেন। এ সময় তিনি দেখেন অজ্ঞাত দুই চোর নিচতলায় আলাদা তালা লাগিয়ে গেছে। এর আগে দোতলায় তাঁর দোকানের আরও ছয়টি তালা ভেঙে ভেতরে ঢুকেছে। তারা দোকান থেকে মোট ৩৪টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।
চুরির বিষয়টি পুলিশকে জানানো হলে বোয়ালিয়া থানার একটি দল সরেজমিনে পরিদর্শন করেছে। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করেছে। পরে রাতে তিনি অজ্ঞাত দুই চোরের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন।
রাজশাহী মহানগরীর একটি শোরুমের তালা ভেঙে ৩৪টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ কাজে দুই জন ব্যক্তি অংশ নেন। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে এ চিত্র। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ৭টার মধ্যে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা মোড়ে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় এই চুরির ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে চোরদের শনাক্ত করার কাজ চলছে। তবে আজ শুক্রবার পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। দ্রুতই চোরেরা ধরা পড়বে বলে তিনি আশা করছেন।
স্থানীয়রা জানায়, শোরুমটি রাজশাহীর নগর ভবন সংলগ্ন এবং প্রধান সড়কের পাশেই। এমন একটি স্থানে সাতসকালে চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই শোরুমের মালিকের নাম আল ইয়াসিন শিমুল। নগরীর কাজলা এলাকার বাসিন্দা তিনি। ৩৪টি ল্যাপটপ চুরি হওয়ায় তাঁর অন্তত ৮ লাখ ৬৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে তিনি মামলা করেছেন।
আল ইয়াসিন শিমুল বলেন, দোতলায় উঠতে গেলে প্রথমেই নিচতলায় একটি তালা খুলতে হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর ভাতিজা দোকানে ওঠার জন্য গেলে দেখেন নিচতলায় অন্য তালা লাগানো। বিষয়টি শিমুলকে জানানো হলে তিনি মোবাইলের সঙ্গে কানেকশন থাকা সিসি ক্যামেরা চেক করেন। এ সময় তিনি দেখেন অজ্ঞাত দুই চোর নিচতলায় আলাদা তালা লাগিয়ে গেছে। এর আগে দোতলায় তাঁর দোকানের আরও ছয়টি তালা ভেঙে ভেতরে ঢুকেছে। তারা দোকান থেকে মোট ৩৪টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।
চুরির বিষয়টি পুলিশকে জানানো হলে বোয়ালিয়া থানার একটি দল সরেজমিনে পরিদর্শন করেছে। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করেছে। পরে রাতে তিনি অজ্ঞাত দুই চোরের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৬ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৬ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৭ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৭ ঘণ্টা আগে