বগুড়া প্রতিনিধি
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের আমচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা ককটেল হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। অন্যদিকে ছাত্রলীগ বলেছে, আন্দোলনকারীরাই ছাত্রলীগকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ককটেলের আঘাতে আহত শিক্ষার্থীরা হলেন সুমন রানা, মামুন, তাফসি, মিলন ও সুমন কুমার পাল। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা বেশ কিছু সময় স্টেশন সড়ক অবরোধ করে রাখেন। এরপর সড়ক থেকে সরে কলেজ ক্যাম্পাসে আমতলায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ কলেজের আমচত্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘আমরা সাত মাথায় অবস্থান করছিলাম। কলেজের সামনে সড়ক অবরোধের খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে এলে আন্দোলনকারীরা আমাদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটনায়।’
আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বলেন, যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী বলেন, সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণে আহত চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
এদিকে বেলা সাড়ে ১১টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-রংপুর মহাসড়কের একপাশ অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টার মতো তাঁরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এসে তাঁদের সঙ্গে কথা বললে সড়ক থেকে সরে যান।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের আমচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা ককটেল হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। অন্যদিকে ছাত্রলীগ বলেছে, আন্দোলনকারীরাই ছাত্রলীগকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ককটেলের আঘাতে আহত শিক্ষার্থীরা হলেন সুমন রানা, মামুন, তাফসি, মিলন ও সুমন কুমার পাল। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা বেশ কিছু সময় স্টেশন সড়ক অবরোধ করে রাখেন। এরপর সড়ক থেকে সরে কলেজ ক্যাম্পাসে আমতলায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ কলেজের আমচত্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘আমরা সাত মাথায় অবস্থান করছিলাম। কলেজের সামনে সড়ক অবরোধের খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে এলে আন্দোলনকারীরা আমাদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটনায়।’
আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বলেন, যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী বলেন, সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণে আহত চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
এদিকে বেলা সাড়ে ১১টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-রংপুর মহাসড়কের একপাশ অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টার মতো তাঁরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এসে তাঁদের সঙ্গে কথা বললে সড়ক থেকে সরে যান।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে