Ajker Patrika

ঈশ্বরদীতে হত্যা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৫: ০০
ঈশ্বরদীতে হত্যা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে প্রয়াত কলেজশিক্ষকের স্ত্রী হাজেরা খাতুন হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলার পাকশীর ইপিজেড গেট-সংলগ্ন সড়কে সর্বস্তরে মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

পথসভা থেকে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে হাজেরা খাতুনের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন। 

মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা কাজী শহিদুল হক সুধার সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজার সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা মোহাম্মদ রশিদুল্লাহ, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার। 

আরও বক্তব্য দেন নিহত হাজেরা খাতুনের ভাই পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, রেলওয়ে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজ, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার প্রমুখ। 

বক্তারা বলেন, পাকশীতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও ভীতি বিরাজ করছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। 

গত ৩ এপ্রিল পাকশীর বাঘইলে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় হাজেরা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাজেরা খাতুনের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত