Ajker Patrika

প্রধান শিক্ষককে জুতা পেটা করার প্রতিবাদে শিক্ষক সমাজের মানববন্ধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রধান শিক্ষককে জুতা পেটা করার প্রতিবাদে শিক্ষক সমাজের মানববন্ধন

বগুড়া সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে অভিযুক্তের দ্রুত বিচারের দাবিতে উপজেলা শিক্ষক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার আমাদের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। এ ধরনের ঘটনায় বৃহস্পতিবার আমরা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দিয়েছি। কিন্তু এ বিষয়ে আমরা কোনো বিচার পাইনি। আমরা দ্রুত এ ঘটনার বিচার চাই। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। 

উল্লেখ্য, গত ২৫ মে বগুড়া সারিয়াকান্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্যান্ডেল দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার সকাল পৌনে ১১টায়। এ ঘটনা নিয়ে উপজেলার শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল গফুর সরকার বলেন, ‘২০০৭ সালের ৫ জুলাই মাসে আমি স্কুলটিতে যোগদান করি। গত বুধবার (২৫ মে) বিদ্যালয়ে যথারীতি এসে শ্রেণিতে পাঠদান শুরু করি। সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয়টির সভাপতি মামদুদুর রহমান রিপন সাহেবের স্ত্রী জান্নাতুল মাওয়া লিজা (৩০) আসে এবং কথা আছে বলে আমাকে শ্রেণি কক্ষ থেকে ডেকে অফিস রুমে আনেন। এ সময় কক্ষে আরও কয়জন অভিভাবক, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিল। ওই নারী আমাকে বলে যে, আপনার নামে নারী কেলেঙ্কারি হতে পারে। আপনি বদলি হয়ে অন্য বিদ্যালয়ে চলে যান। এ নিয়ে কথা বলাবলির একপর্যায়ে তাঁর পা থেকে স্যান্ডেল নিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এরপর পরই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।’

এ মানববন্ধনে উপজেলা শিক্ষক সমাজের সভাপতি জাহানুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী, কড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল হাসান বাবুল, দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে নূর নান্নু, ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, দারুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সাহা প্রমুখ।

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির বলেন, ‘বিষয়টি নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। চূড়ান্ত বিচারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত