পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় ইউপি নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ করতে আরও ছয় দিন বাকি। এরই মধ্যে আগাম মার্কাসহ নির্বাচনী পোস্টার ও সামাজিক মাধ্যমে প্রচারণা শুরু করেছেন বানেশ্বর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে চরম অসন্তোষ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুঠিয়া উপজেলার বেলপুকুর ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। এর জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ৯ ডিসেম্বর। আর যাচাইবাছাই হয়েছে ১২ ডিসেম্বর। আগামী ১৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ ডিসেম্বর।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে তাঁরা রহস্যজনক কারণে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।
সাদেকুল ইসলাম নামের একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক বলেন, বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ প্রভাব খাঁটিয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষ না হতেই নির্বাচনী মার্কাসহ পোস্টার নিয়ে প্রচারণা করছেন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দিয়েছেন।
বানেশ্বর ইউনিয়নের একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে সবাই নির্বাচনী আইন মেনে চললেও ব্যতিক্রম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে তাঁর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন না নির্বাচনী কর্মকর্তা।
এ বিষয়ে বানেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘দলের কিছু ছেলে মার্কা ঘোষণার আগেই নির্বাচনী পোস্টার ও প্রচারণা শুরু করেছেন। এরই মধ্যে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন। বিষয়টি নির্বাচন কর্মকর্তা অবহিত করার পর আমরা দলের ছেলেদের নির্বাচনী পোস্টার মুছে দেওয়ার জন্য বলে দিয়েছি। আশা করি আর এ রকম হবে না।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘মার্কা ঘোষণার আগেই সামাজিক মাধ্যমে নির্বাচনী পোস্টার ছড়িয়ে পড়েছে—এ বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। ওই প্রার্থীকে নির্বাচনী পোস্টার সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।’
নির্বাচন কর্মকর্তা আরও বলেন, প্রার্থীরা আইন ভঙ্গ করলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহীর পুঠিয়ায় ইউপি নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ করতে আরও ছয় দিন বাকি। এরই মধ্যে আগাম মার্কাসহ নির্বাচনী পোস্টার ও সামাজিক মাধ্যমে প্রচারণা শুরু করেছেন বানেশ্বর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে চরম অসন্তোষ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুঠিয়া উপজেলার বেলপুকুর ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। এর জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ৯ ডিসেম্বর। আর যাচাইবাছাই হয়েছে ১২ ডিসেম্বর। আগামী ১৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ ডিসেম্বর।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে তাঁরা রহস্যজনক কারণে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।
সাদেকুল ইসলাম নামের একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক বলেন, বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ প্রভাব খাঁটিয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষ না হতেই নির্বাচনী মার্কাসহ পোস্টার নিয়ে প্রচারণা করছেন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দিয়েছেন।
বানেশ্বর ইউনিয়নের একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে সবাই নির্বাচনী আইন মেনে চললেও ব্যতিক্রম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে তাঁর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন না নির্বাচনী কর্মকর্তা।
এ বিষয়ে বানেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘দলের কিছু ছেলে মার্কা ঘোষণার আগেই নির্বাচনী পোস্টার ও প্রচারণা শুরু করেছেন। এরই মধ্যে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন। বিষয়টি নির্বাচন কর্মকর্তা অবহিত করার পর আমরা দলের ছেলেদের নির্বাচনী পোস্টার মুছে দেওয়ার জন্য বলে দিয়েছি। আশা করি আর এ রকম হবে না।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘মার্কা ঘোষণার আগেই সামাজিক মাধ্যমে নির্বাচনী পোস্টার ছড়িয়ে পড়েছে—এ বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। ওই প্রার্থীকে নির্বাচনী পোস্টার সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।’
নির্বাচন কর্মকর্তা আরও বলেন, প্রার্থীরা আইন ভঙ্গ করলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নারী শিক্ষার্থীরা। মিছিলটি মেয়েদের সব হল ঘুরে..
২০ মিনিট আগেরাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাকশ্রমিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আজ সোমবার সকালের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে...
৩৫ মিনিট আগেনারায়ণগঞ্জ মহানগরে দুই পক্ষের বাগ্বিতণ্ডা থামাতে গিয়ে ছাত্রদলের এক কর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই ঘটনায় এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে শহরের চাষাঢ়া বালুর মাঠ সড়কে এই ঘটনা ঘটে। নিহত মো. অপূর্ব (২৫) নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মী...
১ ঘণ্টা আগেবৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
১ ঘণ্টা আগে