নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় এ বছর সারা দেশে প্রথম হয়েছেন রাজশাহীর অর্থী ঘোষ। তবে তিনি ডেন্টাল কলেজে ভর্তি হবেন না বলে জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ডেন্টাল কলেজে ভর্তির ফল প্রকাশ করা হয়।
এর আগে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ১১৬তম স্থান অর্জন করেন অর্থী। এমবিবিএস কোর্সে তিনি ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। পড়বেন সেখানেই।
জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করা এই শিক্ষার্থীর বাড়ি রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকায়। বাবা সুশীল কুমার ঘোষ একজন ব্যাংক কর্মকর্তা। মা আতসী সাহা গৃহিণী।
২০২২ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন অর্থী ঘোষ। এর আগে ২০২০ সালে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি।
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অর্থী ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। তবে নিজের মেধা আরেকটু যাচাই করতে তিনি ডেন্টালে পরীক্ষা দিয়েছিলেন। ডেন্টাল ভর্তি পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৭৫। জিপিএসহ অর্থীর মোট প্রাপ্ত নম্বর ২৮৮ দশমিক ৭৫। এই স্কোর নিয়ে জাতীয় মেধাতালিকায় প্রথম হয়েছেন অর্থী।
যোগাযোগ করা হলে অর্থী ঘোষ বলেন, ‘আমি ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। এখানেই এমবিবিএস পড়ব। এমবিবিএস পড়ে আমি যেকোনো বিষয়েরই চিকিৎসক হতে পারব। হতে পারব বিশেষজ্ঞ চিকিৎসকও। আর ডেন্টাল পড়লে শুধু ডেন্টিস্ট হওয়া যাবে। সে কারণে আমি ডেন্টালে ভর্তি হব না।’
এমবিবিএস কোর্সে ভর্তি হয়েও ডেন্টালে পরীক্ষা দেওয়ার কারণ জানতে চাইলে অর্থী বলেন, ‘নিজের মেধার অবস্থানটা দেখতে চাচ্ছিলাম। পরীক্ষা দেওয়া তো খারাপ না। যে ফলাফল এসেছে তাতে আমি খুশি।’
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় এ বছর সারা দেশে প্রথম হয়েছেন রাজশাহীর অর্থী ঘোষ। তবে তিনি ডেন্টাল কলেজে ভর্তি হবেন না বলে জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ডেন্টাল কলেজে ভর্তির ফল প্রকাশ করা হয়।
এর আগে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ১১৬তম স্থান অর্জন করেন অর্থী। এমবিবিএস কোর্সে তিনি ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। পড়বেন সেখানেই।
জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করা এই শিক্ষার্থীর বাড়ি রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকায়। বাবা সুশীল কুমার ঘোষ একজন ব্যাংক কর্মকর্তা। মা আতসী সাহা গৃহিণী।
২০২২ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন অর্থী ঘোষ। এর আগে ২০২০ সালে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি।
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অর্থী ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। তবে নিজের মেধা আরেকটু যাচাই করতে তিনি ডেন্টালে পরীক্ষা দিয়েছিলেন। ডেন্টাল ভর্তি পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৭৫। জিপিএসহ অর্থীর মোট প্রাপ্ত নম্বর ২৮৮ দশমিক ৭৫। এই স্কোর নিয়ে জাতীয় মেধাতালিকায় প্রথম হয়েছেন অর্থী।
যোগাযোগ করা হলে অর্থী ঘোষ বলেন, ‘আমি ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। এখানেই এমবিবিএস পড়ব। এমবিবিএস পড়ে আমি যেকোনো বিষয়েরই চিকিৎসক হতে পারব। হতে পারব বিশেষজ্ঞ চিকিৎসকও। আর ডেন্টাল পড়লে শুধু ডেন্টিস্ট হওয়া যাবে। সে কারণে আমি ডেন্টালে ভর্তি হব না।’
এমবিবিএস কোর্সে ভর্তি হয়েও ডেন্টালে পরীক্ষা দেওয়ার কারণ জানতে চাইলে অর্থী বলেন, ‘নিজের মেধার অবস্থানটা দেখতে চাচ্ছিলাম। পরীক্ষা দেওয়া তো খারাপ না। যে ফলাফল এসেছে তাতে আমি খুশি।’
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
১০ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে