Ajker Patrika

হত্যার পর লাশ লুকিয়ে রাখা হয় কচুরিপানায় 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
হত্যার পর লাশ লুকিয়ে রাখা হয় কচুরিপানায় 

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজের ১৩ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোহাইল ইউনিয়নের খাদাশ গ্রামের একটি জলাশয়ে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় ছিল লাশটি। 

আজ শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

নিহত সাগর ইসলাম (২৩) ওই গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক সংক্রন্ত বিষয়ে ভাগবাটোয়ারার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সাগরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর জলাশয়ে লাশ ফেলে রাখা হয়েছিল। 

পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয় সাগর ইসলাম। এরপর আর ফিরে আসেনি। ছেলে নিখোঁজের ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মা। ঘটনা তদন্তে খাদাশ গ্রামের বিভিন্ন স্থান থেকে গতকাল বৃহস্পতিবার তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন বগুড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

আটক ব্যক্তিরা হলেন, খাদাস গ্রামের মুসা (৩৫), বাবলু (৩২) এবং কালাম (৩৩)। এর মধ্যে মুসা পুলিশকে লাশের খোঁজ জানান। 

এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য জানা গেছে। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে সাগরকে শ্বাসরোধে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে কচুরিপানায় লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক তদন্তে পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত