Ajker Patrika

বাড়তি ভাড়া না দিলে আলু আটকে রাখছে হিমাগার, কৃষকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
হিমাগারে ভাড়া বাড়ার প্রতিবাদে রাজশাহীতে আলুচাষিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
হিমাগারে ভাড়া বাড়ার প্রতিবাদে রাজশাহীতে আলুচাষিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

হিমাগারে ভাড়া বাড়ার প্রতিবাদে রাজশাহীতে আবারও প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন আলুচাষিরা। আজ রোববার দুপুরে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, বাড়তি ভাড়া দিতে না চাইলে হিমাগার থেকে এখন আলু বের করতে দেওয়া হচ্ছে না। অথচ সময়মতো আলু বিক্রি করতে না পারলে তাঁরা লোকসান গুনবেন।

কৃষকেরা জানান, প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে চার টাকা ভাড়া দিতে হতো তাঁদের। এবার আলু ওঠার সময় ভাড়া বাড়ানো হয়েছে। তখনও তাঁরা বিক্ষোভ করেন। কিন্তু ভাড়া কমানো হয়নি। এখন আলু বের করতে গেলে কেজিপ্রতি আট টাকা করে চাচ্ছে হিমাগার কর্তৃপক্ষ।

চাষিরা জানান, মৌসুমের শুরুতে ভাড়া বাড়ানো হলে তাঁরা আন্দোলন করেছিলেন। তখন ভাড়া কমানোর আশ্বাস দিয়েছিল প্রশাসন। কিন্তু কৃষকদের কোনো আশ্বাসের বাস্তবায়ন হয়নি। ভাড়া কমানোর কথা থাকলেও এখনো বস্তাপ্রতি ৫৬০ টাকা বা কেজিতে প্রায় আট টাকা করে নেওয়া হচ্ছে। যাঁরা ৫৬০ টাকা দিচ্ছেন না, তাঁদের আলু বের করতে দেওয়া হচ্ছে না।

রাজশাহী জেলা আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি আহাদ আলী, সহসভাপতি আলম আলী, সাধারণ সম্পাদক মো. মিঠু, সহসাধারণ সম্পাদক আবদুল গাফফার, কোষাধ্যক্ষ আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।

এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানকে কয়েক দফা ফোন করলেও তিনি ধরেননি। তাই অভিযোগের ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত