Ajker Patrika

মধ্যরাতে নিজ বাড়িতেই ছুরিকাঘাতের শিকার শিক্ষক ও তাঁর স্ত্রী-সন্তান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
মধ্যরাতে নিজ বাড়িতেই ছুরিকাঘাতের শিকার শিক্ষক ও তাঁর স্ত্রী-সন্তান

বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের বারুনিঘাট এলাকায় মধ্যরাতে বাড়িতে ঢুকে তিন সদস্যকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাড়ির মালিক বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক আফজাল হোসেন, তাঁর স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেন। বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

ঘটনা সম্পর্কে আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ (শনিবার) রাত ১২টার দিকে আমি ঘুমাতে যাই। মেয়ে ল্যাপটপে কিছু করছিল তখন। হঠাৎ মেয়ের ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে আমার স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। আমি দ্রুত মেয়ের ঘরে যাই। দেখি জিনসের প্যান্ট এবং হাফহাতা গেঞ্জি পরা স্বাস্থ্য ভালো এক যুবক আমার মেয়ের গলা টিপে ধরেছে। আমার স্ত্রী অজ্ঞাত ওই যুবককে সরিয়ে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। এতে যুবক মেয়েকে ছেড়ে দিয়ে একটি হাতুড়ি দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করেন। এর পর কাছে থাকা ছুরি দিয়ে আমার স্ত্রী, মেয়ে এবং আমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।’ 

আফজাল হোসেন জানান, তিনি ওই যুবককে ধরার চেষ্টা করেন। এ সময় ওই যুবক বলেন, ‘আমাকে ধরে কী করবেন? নিচে আমাদের অনেক লোক আছে। তারা আপনাদের খেয়ে ফেলবে।’ এর পর তিনি ওই যুবককে ধরার চেষ্টা থেকে বিরত হয়ে চিৎকার করে প্রতিবেশীর সাহায্য চাইতে থাকেন। তিনি বলেন, ‘বাইরে তাদের আরও লোক ছিল কি-না, তা বলতে পারছি না।’

আফজাল হোসেনর প্রতিবেশীরা বলেন, শনিবার রাত ১২টার দিকে তাঁরা আফজাল হোসেনের বাড়ি থেকে চিৎকার শোনেন। ঘর থেকে বেরিয়ে তাঁরা কাউকে দেখতে পাননি। পরে বাড়ির ভেতরে ঢুকে তাঁদের রক্তাক্ত দেখে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেন তাঁরা।

এ বিষয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত