Ajker Patrika

‘কাপ পাবে মেসি, আমরা খাব খাসি’

রাবি প্রতিনিধি
‘কাপ পাবে মেসি, আমরা খাব খাসি’

বিশ্বকাপ ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কালো খাসি নিয়ে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সব নেতৃবৃন্দ, সব হল ইউনিটের সদস্য, অনুষদ ও বিভাগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সমর্থকেরা স্লোগান দেন ‘কাপ পাবে মেসি, আমরা খাব খাসি’। 

বিশ্বকাপের শুরুর দিকে সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল-গালিব সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে বিভিন্ন হল ও অনুষদের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি বিশ্বকাপ শুরুর দিন প্রিয় দলকে শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছিল। ইতিমধ্যে সেই শোভাযাত্রার একটি ছবি আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল পেজে জায়গা করে নিয়েছে। 

মিছিলে উচ্ছ্বাস প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরাফাত সানি বলেন, ‘সৌদি আরবের কাছে হেরে আমরা অনেক ট্রলের শিকার হয়েছি। কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনা দল দারুণভাবে কাম ব্যাক করেছে। আজ তারা ফাইনাল খেলবে। আশা করছি আমরাই জিতব।’ 

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘আজকে মেসি ও আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানিয়ে আমরা মিছিল করেছি। মেসির জীবনে কোনো অপূর্ণতা নেই। শুধু রয়েছে একটি বিশ্বকাপ জেতার অপূর্ণতা। আশা করছি আজ বিশ্বকাপ জিতে সেটাও পূর্ণ হবে। কাপ পাবে মেসি, আর আমরা খাবো খাসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত