Ajker Patrika

গোমস্তাপুর সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১২: ৪৮
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নিহত বাংলাদেশি যুবক রজিম আলীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল সোমবার রাতে পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত দেওয়া হয়। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে রোকনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে রজিমের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ সময় দুই দেশের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিজিবি সূত্রে জানা যায়, এর আগে শনিবার রাতে বিএসএফের গুলিতে মারা যান রজিম। ওই রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন রজিমসহ আরও কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই রজিমের মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 

রজিম আলী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের আবুল কালামের ছেলে। বিয়ের পর তিনি সীমান্তবর্তী রোকনপুরে শ্বশুরবাড়িতে থাকতেন। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিএসএফ মরদেহ ফেরত দেওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যাবতীয় আইনি কার্যক্রম বিএসএফ শেষ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত