প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করোনা পরিস্থিতিতে। প্রতিষ্ঠান বন্ধ থাকলে অন্য এক স্বপ্ন বাসা বেঁধেছে তাদের মনে। কলাগাছ থেকে সুতো তৈরি করবে তাঁরা। তাদেরই একজন মোহন মিয়া। তিনি ইউটিউবে কলাগাছ থেকে সুতো তৈরির কৌশলটি দেখে উদ্বুদ্ধ হন।
বিষয়টি অন্য তিন বন্ধুর সঙ্গে শেয়ার করেন। মোহন ও শামীম লেখাপড়া করছেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সস্টিটিউটের ডিপ্লোমা মেকানিক্যাল টেকনোলোজির শেষ বর্ষে। তানজিরুল ইসলাম নাইম রসায়নে অনার্স করছেন ঢাকার তিতুমীর কলেজে। অন্যজন নাঈমুর রহমান লেখাপড়া করেছেন দশম শ্রেণী পর্যন্ত। স্বপ্ন বুনতে চার বন্ধু চলে আসেন নিজের ভিটা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরগিরিশের গুয়াহখোড়া গ্রামে।
প্রথমে তারা ময়মনসিংহ থেকে ফাইবার এক্সট্রাকশন মেশিন ৪০হাজার টাকা মূল্যে কিনে আনেন। এরই মধ্যে পুরো চরাঞ্চলে ছড়িয়ে পড়ে কলাগাছ থেকে সুতো তৈরির ঘটনাটি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সুতো তৈরি দেখতে আসলে উৎসাহ বাড়তে থাকে চার বন্ধুর। তাদের এই কাজে মুগ্ধ হয়ে ওই গ্রামের ওয়াহাব নামের একজন তাদের পাশে দাঁড়ান। তিনি একটি বড় টিনের ঘর তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেন।
এরপর কলাবাগান থেকে কলার কাদি কাটার পরে ফেলে দেওয়া কলাগাছ আনা হয়। লম্বা করে কেটে প্রসেস করা হয় সেগুলি। তারপর মূল মেশিন চালু করে সেখানে কলাগাছের ওই লম্বা অংশ ধরা হয়। আর আরেক পাশ দিয়ে সুতো হয়ে তা বের হয়। এই সুতো রোদে শুকালে ধারণ করে সোনালী বর্ণ। এভাবে প্রতিদিন ৩০-৩৫ কেজির মতো সুতো উৎপাদন করেন তাঁরা।
উদ্যোক্তা নাইম জানান, প্রতিদিন চরের নানা প্রান্ত থেকে ঘোড়ার গাড়ি যোগে কলাগাছগুলো বিনামূল্যে সংগ্রহ করে আনা হয়। গাড়ি প্রতি ভাড়া দিতে হয় দুইশ টাকা। দিনে প্রায় চার থেকে পাঁচটি গাড়িতে করে কলাগাছ আনা হয়। দূর্গম চরাঞ্চল হওয়ায় পরিবহণ ব্যয় অনেক বেশি।
উৎপাদিত সুতা বিক্রির বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, এখনো সুতা বিক্রি শুরু হয়নি। তবে ময়মনসিংহের এক উদ্যোক্তা ২৫০টাকা কেজি দরে ক্রয় করতে চেয়েছেন। আবার ঢাকার এক পার্টিও সুতো নেয়ার আগ্রহ দেখিয়েছেন। এ পর্যন্ত দেড়শ কেজি সুতো উৎপাদন হয়েছে বলে জানান এই তরুণ উদ্যোক্তারা।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবরটি নিঃসন্দেহে ভালো। কলাগাছের অবশিষ্টাংশ উৎকৃষ্ট জৈব সার। এ বিষয়ে সরকারি প্রণোদনার জন্যে চেষ্টা করবো।’
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করোনা পরিস্থিতিতে। প্রতিষ্ঠান বন্ধ থাকলে অন্য এক স্বপ্ন বাসা বেঁধেছে তাদের মনে। কলাগাছ থেকে সুতো তৈরি করবে তাঁরা। তাদেরই একজন মোহন মিয়া। তিনি ইউটিউবে কলাগাছ থেকে সুতো তৈরির কৌশলটি দেখে উদ্বুদ্ধ হন।
বিষয়টি অন্য তিন বন্ধুর সঙ্গে শেয়ার করেন। মোহন ও শামীম লেখাপড়া করছেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সস্টিটিউটের ডিপ্লোমা মেকানিক্যাল টেকনোলোজির শেষ বর্ষে। তানজিরুল ইসলাম নাইম রসায়নে অনার্স করছেন ঢাকার তিতুমীর কলেজে। অন্যজন নাঈমুর রহমান লেখাপড়া করেছেন দশম শ্রেণী পর্যন্ত। স্বপ্ন বুনতে চার বন্ধু চলে আসেন নিজের ভিটা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরগিরিশের গুয়াহখোড়া গ্রামে।
প্রথমে তারা ময়মনসিংহ থেকে ফাইবার এক্সট্রাকশন মেশিন ৪০হাজার টাকা মূল্যে কিনে আনেন। এরই মধ্যে পুরো চরাঞ্চলে ছড়িয়ে পড়ে কলাগাছ থেকে সুতো তৈরির ঘটনাটি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সুতো তৈরি দেখতে আসলে উৎসাহ বাড়তে থাকে চার বন্ধুর। তাদের এই কাজে মুগ্ধ হয়ে ওই গ্রামের ওয়াহাব নামের একজন তাদের পাশে দাঁড়ান। তিনি একটি বড় টিনের ঘর তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেন।
এরপর কলাবাগান থেকে কলার কাদি কাটার পরে ফেলে দেওয়া কলাগাছ আনা হয়। লম্বা করে কেটে প্রসেস করা হয় সেগুলি। তারপর মূল মেশিন চালু করে সেখানে কলাগাছের ওই লম্বা অংশ ধরা হয়। আর আরেক পাশ দিয়ে সুতো হয়ে তা বের হয়। এই সুতো রোদে শুকালে ধারণ করে সোনালী বর্ণ। এভাবে প্রতিদিন ৩০-৩৫ কেজির মতো সুতো উৎপাদন করেন তাঁরা।
উদ্যোক্তা নাইম জানান, প্রতিদিন চরের নানা প্রান্ত থেকে ঘোড়ার গাড়ি যোগে কলাগাছগুলো বিনামূল্যে সংগ্রহ করে আনা হয়। গাড়ি প্রতি ভাড়া দিতে হয় দুইশ টাকা। দিনে প্রায় চার থেকে পাঁচটি গাড়িতে করে কলাগাছ আনা হয়। দূর্গম চরাঞ্চল হওয়ায় পরিবহণ ব্যয় অনেক বেশি।
উৎপাদিত সুতা বিক্রির বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, এখনো সুতা বিক্রি শুরু হয়নি। তবে ময়মনসিংহের এক উদ্যোক্তা ২৫০টাকা কেজি দরে ক্রয় করতে চেয়েছেন। আবার ঢাকার এক পার্টিও সুতো নেয়ার আগ্রহ দেখিয়েছেন। এ পর্যন্ত দেড়শ কেজি সুতো উৎপাদন হয়েছে বলে জানান এই তরুণ উদ্যোক্তারা।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবরটি নিঃসন্দেহে ভালো। কলাগাছের অবশিষ্টাংশ উৎকৃষ্ট জৈব সার। এ বিষয়ে সরকারি প্রণোদনার জন্যে চেষ্টা করবো।’
গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গবেষণা ও উদ্ভাবনবিষয়ক ১২তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
৮ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১৭ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) মারা গেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
২৫ মিনিট আগেআজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক আটকে দেন তাঁরা। শিক্ষার্থীরা বাঁশ দিয়ে মহাখালী-গুলশান সড়ক আটকালে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে আটকে পড়া গাড়িগুলো পরে অন্য সড়ক ঘুরে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করেন। তাঁরা গতকাল শু
৩২ মিনিট আগে