প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করোনা পরিস্থিতিতে। প্রতিষ্ঠান বন্ধ থাকলে অন্য এক স্বপ্ন বাসা বেঁধেছে তাদের মনে। কলাগাছ থেকে সুতো তৈরি করবে তাঁরা। তাদেরই একজন মোহন মিয়া। তিনি ইউটিউবে কলাগাছ থেকে সুতো তৈরির কৌশলটি দেখে উদ্বুদ্ধ হন।
বিষয়টি অন্য তিন বন্ধুর সঙ্গে শেয়ার করেন। মোহন ও শামীম লেখাপড়া করছেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সস্টিটিউটের ডিপ্লোমা মেকানিক্যাল টেকনোলোজির শেষ বর্ষে। তানজিরুল ইসলাম নাইম রসায়নে অনার্স করছেন ঢাকার তিতুমীর কলেজে। অন্যজন নাঈমুর রহমান লেখাপড়া করেছেন দশম শ্রেণী পর্যন্ত। স্বপ্ন বুনতে চার বন্ধু চলে আসেন নিজের ভিটা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরগিরিশের গুয়াহখোড়া গ্রামে।
প্রথমে তারা ময়মনসিংহ থেকে ফাইবার এক্সট্রাকশন মেশিন ৪০হাজার টাকা মূল্যে কিনে আনেন। এরই মধ্যে পুরো চরাঞ্চলে ছড়িয়ে পড়ে কলাগাছ থেকে সুতো তৈরির ঘটনাটি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সুতো তৈরি দেখতে আসলে উৎসাহ বাড়তে থাকে চার বন্ধুর। তাদের এই কাজে মুগ্ধ হয়ে ওই গ্রামের ওয়াহাব নামের একজন তাদের পাশে দাঁড়ান। তিনি একটি বড় টিনের ঘর তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেন।
এরপর কলাবাগান থেকে কলার কাদি কাটার পরে ফেলে দেওয়া কলাগাছ আনা হয়। লম্বা করে কেটে প্রসেস করা হয় সেগুলি। তারপর মূল মেশিন চালু করে সেখানে কলাগাছের ওই লম্বা অংশ ধরা হয়। আর আরেক পাশ দিয়ে সুতো হয়ে তা বের হয়। এই সুতো রোদে শুকালে ধারণ করে সোনালী বর্ণ। এভাবে প্রতিদিন ৩০-৩৫ কেজির মতো সুতো উৎপাদন করেন তাঁরা।
উদ্যোক্তা নাইম জানান, প্রতিদিন চরের নানা প্রান্ত থেকে ঘোড়ার গাড়ি যোগে কলাগাছগুলো বিনামূল্যে সংগ্রহ করে আনা হয়। গাড়ি প্রতি ভাড়া দিতে হয় দুইশ টাকা। দিনে প্রায় চার থেকে পাঁচটি গাড়িতে করে কলাগাছ আনা হয়। দূর্গম চরাঞ্চল হওয়ায় পরিবহণ ব্যয় অনেক বেশি।
উৎপাদিত সুতা বিক্রির বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, এখনো সুতা বিক্রি শুরু হয়নি। তবে ময়মনসিংহের এক উদ্যোক্তা ২৫০টাকা কেজি দরে ক্রয় করতে চেয়েছেন। আবার ঢাকার এক পার্টিও সুতো নেয়ার আগ্রহ দেখিয়েছেন। এ পর্যন্ত দেড়শ কেজি সুতো উৎপাদন হয়েছে বলে জানান এই তরুণ উদ্যোক্তারা।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবরটি নিঃসন্দেহে ভালো। কলাগাছের অবশিষ্টাংশ উৎকৃষ্ট জৈব সার। এ বিষয়ে সরকারি প্রণোদনার জন্যে চেষ্টা করবো।’
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করোনা পরিস্থিতিতে। প্রতিষ্ঠান বন্ধ থাকলে অন্য এক স্বপ্ন বাসা বেঁধেছে তাদের মনে। কলাগাছ থেকে সুতো তৈরি করবে তাঁরা। তাদেরই একজন মোহন মিয়া। তিনি ইউটিউবে কলাগাছ থেকে সুতো তৈরির কৌশলটি দেখে উদ্বুদ্ধ হন।
বিষয়টি অন্য তিন বন্ধুর সঙ্গে শেয়ার করেন। মোহন ও শামীম লেখাপড়া করছেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সস্টিটিউটের ডিপ্লোমা মেকানিক্যাল টেকনোলোজির শেষ বর্ষে। তানজিরুল ইসলাম নাইম রসায়নে অনার্স করছেন ঢাকার তিতুমীর কলেজে। অন্যজন নাঈমুর রহমান লেখাপড়া করেছেন দশম শ্রেণী পর্যন্ত। স্বপ্ন বুনতে চার বন্ধু চলে আসেন নিজের ভিটা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরগিরিশের গুয়াহখোড়া গ্রামে।
প্রথমে তারা ময়মনসিংহ থেকে ফাইবার এক্সট্রাকশন মেশিন ৪০হাজার টাকা মূল্যে কিনে আনেন। এরই মধ্যে পুরো চরাঞ্চলে ছড়িয়ে পড়ে কলাগাছ থেকে সুতো তৈরির ঘটনাটি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সুতো তৈরি দেখতে আসলে উৎসাহ বাড়তে থাকে চার বন্ধুর। তাদের এই কাজে মুগ্ধ হয়ে ওই গ্রামের ওয়াহাব নামের একজন তাদের পাশে দাঁড়ান। তিনি একটি বড় টিনের ঘর তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেন।
এরপর কলাবাগান থেকে কলার কাদি কাটার পরে ফেলে দেওয়া কলাগাছ আনা হয়। লম্বা করে কেটে প্রসেস করা হয় সেগুলি। তারপর মূল মেশিন চালু করে সেখানে কলাগাছের ওই লম্বা অংশ ধরা হয়। আর আরেক পাশ দিয়ে সুতো হয়ে তা বের হয়। এই সুতো রোদে শুকালে ধারণ করে সোনালী বর্ণ। এভাবে প্রতিদিন ৩০-৩৫ কেজির মতো সুতো উৎপাদন করেন তাঁরা।
উদ্যোক্তা নাইম জানান, প্রতিদিন চরের নানা প্রান্ত থেকে ঘোড়ার গাড়ি যোগে কলাগাছগুলো বিনামূল্যে সংগ্রহ করে আনা হয়। গাড়ি প্রতি ভাড়া দিতে হয় দুইশ টাকা। দিনে প্রায় চার থেকে পাঁচটি গাড়িতে করে কলাগাছ আনা হয়। দূর্গম চরাঞ্চল হওয়ায় পরিবহণ ব্যয় অনেক বেশি।
উৎপাদিত সুতা বিক্রির বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, এখনো সুতা বিক্রি শুরু হয়নি। তবে ময়মনসিংহের এক উদ্যোক্তা ২৫০টাকা কেজি দরে ক্রয় করতে চেয়েছেন। আবার ঢাকার এক পার্টিও সুতো নেয়ার আগ্রহ দেখিয়েছেন। এ পর্যন্ত দেড়শ কেজি সুতো উৎপাদন হয়েছে বলে জানান এই তরুণ উদ্যোক্তারা।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবরটি নিঃসন্দেহে ভালো। কলাগাছের অবশিষ্টাংশ উৎকৃষ্ট জৈব সার। এ বিষয়ে সরকারি প্রণোদনার জন্যে চেষ্টা করবো।’
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
৫ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে