Ajker Patrika

ধর্মীয় অনুভূতিতে আঘাত: রাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ, আবাসনসুবিধা বাতিল

রাবি প্রতিনিধি 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাগর হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে মতিহার থানায় সোপর্দ করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে হলের আবাসনসুবিধা বাতিল করা হয়।

সাগর হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র।

মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ হোসাইন আহমাদ মেহদী বলেন, ‘আমার হলের এক শিক্ষার্থী মহানবী (সা.)কে অবমাননাকর পোস্ট শেয়ার করেছে জানতে পেরে কোনো বিশৃঙ্খলা হওয়ার আগেই আমি সেখানে উপস্থিত হই। পরে প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করা হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তখনই তার আবাসনসুবিধা বাতিল করা হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘কোনো প্রকার মব যাতে সৃষ্টি না হয়, সে জন্য আমরা অভিযুক্তকে পুলিশের হেফাজতে দিয়েছি। তদন্তে আগেও এমন কাজের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ভুলে এমন করে থাকে, তাহলে সে বিষয়টি বিবেচনায় রাখা হবে।’

এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন বলেন, ‘আমি শুধু ভিডিও দেখে শেয়ার দিয়েছি। ক্যাপশন আমার নজরে আসেনি। যদি বুঝতাম, তাহলে শেয়ার করতাম না। পরে বুঝতে পেরে পোস্টটি ডিলিট করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রাত ১২টার দিকে একজন শিক্ষার্থীকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে কোনো মামলা হয়নি। আপাতত তাকে থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত