Ajker Patrika

মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ঈশ্বরদীতে রেলওয়ে স্টাফদের বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৯: ৩৮
মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ঈশ্বরদীতে রেলওয়ে স্টাফদের বিক্ষোভ

মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে পাবনার ঈশ্বরদীতে পথসভা ও বিক্ষোভ করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ের রানিং স্টাফরা। ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে আজ রোববার এই বিক্ষোভ ও পথসভা করেন তাঁরা। 

বিক্ষোভ থেকে মাইলেজ জটিলতার নিরসন না হলে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

এ সময় পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন খান, রেলওয়ে রানিং কল্যাণ কর্মচারী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রেলওয়ে গার্ডস কাউন্সিল ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক এ এস এম ইকবাল মাহাবুব প্রমুখ। 

বক্তারা বলেন, আজকের (রোববার) মধ্যে মাইলেজ জটিলতার নিরসন করা না হলে কাল সোমবার থেকে ট্রেনের সকল গার্ড, চালক, টিটিইসহ রানিং স্টাফরা কর্মবিরতি হিসেবে কোনো ট্রেন চালাবেন না। দায়িত্ব পালনে তাঁরা বিরত থাকবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত