Ajker Patrika

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় যুবদল কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
নিহত যুবদল কর্মী শাহজাহান আলী (৪৫)। ছবি: আজকের পত্রিকা
নিহত যুবদল কর্মী শাহজাহান আলী (৪৫)। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় শাহজাহান আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এ দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৬) নামে আরেক যুবদলকর্মী আহত হয়েছেন।

নিহত শাহজাহান আলীর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাজশাহী মহানগর যুবদলের এক সভায় যোগ দেন যুবদল কর্মী শাহজাহান আলী ও শফিকুল ইসলাম। সভা শেষে ফেরার পথে রামচন্দ্রপুর বাজারে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে দুজনে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতে শাহজাহান আলী মারা যান। আহত শফিকুল ইসলাম এখনো চিকিৎসাধীন।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, গতকাল রাজশাহী মহানগর যুবদলের এক সভা শেষে বাড়ি ফিরছিলেন শাহজাহান ও শফিকুল। এ সময় তাঁদের একটি ট্রাক চাপা দেয়। শাহজাহানের মরদেহ বাড়ি নিয়ে দাফন করা হয়েছে। শফিকুল হাসপাতালে ভর্তি রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত