বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
সংসারের চাকা সচল রাখতে ১৫ বছর আগে সৌদি আরবে যান নাটোরের বড়াইগ্রাম উপজেলার হারুন অর রশিদ (৪৫)। বেশ ভালোই আয়রোজগার করছিলেন তিনি। কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু এলোমেলো করে দিল। গত আগস্টের মাঝামাঝিতে সিলিন্ডার বিস্ফোরণে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার দেশে ফিরেছে তাঁর মরদেহ। হারুনের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
হারুনের ছেলে পারভেজ রশিদ জানায়, জেলা প্রশাসকের সহযোগিতায় নানা আনুষ্ঠানিকতা শেষে গতকাল মঙ্গলবার সকালে মরদেহ দেশে ফিরেছে। এই নভেম্বরেই বাবার দেশে আসবেন বলে জানিয়েছিলেন। তিনি এলেন ঠিকই, তবে লাশ হয়ে। প্রতিদিন অন্তত একবার মোবাইলে কথা হতো। কিন্তু আগস্টের পর থেকে তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। সৌদি থেকে বিভিন্নজন বিভিন্ন কথা বলছিলেন। পরে গত ২৫ আগস্ট ফোন করে জানানো হয়, ‘ইয়োর ফাদার ইজ লস্ট’।
পারভেজ রশিদ বলেন, ‘আমরা নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করি। তিনি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, বাবা আগস্টের মাঝামাঝি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৌদিতে মারা গেছেন। পুড়ে যাওয়া শরীরের কিছু অংশ সেখানকার মর্গে রাখা আছে। পরে দূতাবাসের আবেদনে সেখানকার কর্তৃপক্ষ লাশ ফেরত পাঠাতে সম্মত হয়। সেই থেকে আমরা দিন গুনছিলাম। অবশেষে নানা আনুষ্ঠানিকতা শেষে লাশ মঙ্গলবার বাংলাদেশ বিমানে ঢাকায় আসে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যা ৬টায় কফিনবন্দী লাশ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া মহল্লার নিজ বাড়িতে আসে।’
বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, ‘কফিনবন্দী হয়ে হারুন বাড়িতে এলেও একনজর দেখতে পাননি তাঁর স্বজনেরা। আগুনে পুড়ে মৃত্যু হওয়ায় তাঁর শরীরের অধিকাংশ ছাই হয়ে গেছে। অবশিষ্ট দেহাবশেষ বিশেষ ব্যাগে করে আনা হয়েছে, যা দেখার মতো নয়। ছেলে পারভেজ রশিদ বিমানবন্দর থেকেই বাবার কফিন ধরে আছে।’
স্ত্রী পারভিন আক্তার জানান, সংসারের উন্নতির জন্য তাঁর স্বামী ১৫ বছর ধরে প্রবাসে ছিলেন। এবার একমাত্র ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে। তিনি এই নভেম্বরে একবারে দেশে ফিরে আসতে চেয়েছিলেন। ফিরে এলেন, কিন্তু লাশ হয়ে।
হারুনের ভাই আল আমিন জানান, তাঁর ভাই দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন। কিন্তু মৃত্যুর পর তেমন কোনো আর্থিক সুবিধা পরিবারকে দেওয়া হয়নি। এমনকি বিমার টাকাও পরিবার পায়নি। বিষয়টি সংশ্লিষ্টদের দেখার অনুরোধ করেন তিনি।
সংসারের চাকা সচল রাখতে ১৫ বছর আগে সৌদি আরবে যান নাটোরের বড়াইগ্রাম উপজেলার হারুন অর রশিদ (৪৫)। বেশ ভালোই আয়রোজগার করছিলেন তিনি। কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু এলোমেলো করে দিল। গত আগস্টের মাঝামাঝিতে সিলিন্ডার বিস্ফোরণে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার দেশে ফিরেছে তাঁর মরদেহ। হারুনের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
হারুনের ছেলে পারভেজ রশিদ জানায়, জেলা প্রশাসকের সহযোগিতায় নানা আনুষ্ঠানিকতা শেষে গতকাল মঙ্গলবার সকালে মরদেহ দেশে ফিরেছে। এই নভেম্বরেই বাবার দেশে আসবেন বলে জানিয়েছিলেন। তিনি এলেন ঠিকই, তবে লাশ হয়ে। প্রতিদিন অন্তত একবার মোবাইলে কথা হতো। কিন্তু আগস্টের পর থেকে তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। সৌদি থেকে বিভিন্নজন বিভিন্ন কথা বলছিলেন। পরে গত ২৫ আগস্ট ফোন করে জানানো হয়, ‘ইয়োর ফাদার ইজ লস্ট’।
পারভেজ রশিদ বলেন, ‘আমরা নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করি। তিনি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, বাবা আগস্টের মাঝামাঝি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৌদিতে মারা গেছেন। পুড়ে যাওয়া শরীরের কিছু অংশ সেখানকার মর্গে রাখা আছে। পরে দূতাবাসের আবেদনে সেখানকার কর্তৃপক্ষ লাশ ফেরত পাঠাতে সম্মত হয়। সেই থেকে আমরা দিন গুনছিলাম। অবশেষে নানা আনুষ্ঠানিকতা শেষে লাশ মঙ্গলবার বাংলাদেশ বিমানে ঢাকায় আসে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যা ৬টায় কফিনবন্দী লাশ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া মহল্লার নিজ বাড়িতে আসে।’
বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, ‘কফিনবন্দী হয়ে হারুন বাড়িতে এলেও একনজর দেখতে পাননি তাঁর স্বজনেরা। আগুনে পুড়ে মৃত্যু হওয়ায় তাঁর শরীরের অধিকাংশ ছাই হয়ে গেছে। অবশিষ্ট দেহাবশেষ বিশেষ ব্যাগে করে আনা হয়েছে, যা দেখার মতো নয়। ছেলে পারভেজ রশিদ বিমানবন্দর থেকেই বাবার কফিন ধরে আছে।’
স্ত্রী পারভিন আক্তার জানান, সংসারের উন্নতির জন্য তাঁর স্বামী ১৫ বছর ধরে প্রবাসে ছিলেন। এবার একমাত্র ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে। তিনি এই নভেম্বরে একবারে দেশে ফিরে আসতে চেয়েছিলেন। ফিরে এলেন, কিন্তু লাশ হয়ে।
হারুনের ভাই আল আমিন জানান, তাঁর ভাই দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন। কিন্তু মৃত্যুর পর তেমন কোনো আর্থিক সুবিধা পরিবারকে দেওয়া হয়নি। এমনকি বিমার টাকাও পরিবার পায়নি। বিষয়টি সংশ্লিষ্টদের দেখার অনুরোধ করেন তিনি।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে