Ajker Patrika

মান্দায় বজ্রপাতে দুই কৃষক নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৫: ৫৬
মান্দায় বজ্রপাতে দুই কৃষক নিহত

নওগাঁর মান্দায় বজ্রপাতের ঘটনায় দুই কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক কৃষক আহত হয়েছেন। 

নিহতরা হলেন নারায়ণপুর গ্রামের জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০)। অপর আহত কৃষক তহিদুল ইসলাম (৭০) নারায়ণপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শী কায়েম উদ্দিন বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে কালো মেঘে আকাশ ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হলে কৃষকেরা ধান রোপণের কাজ বাদ দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। এ সময় তাঁরা বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান। আহত হন তহিদুল ইসলাম। পরে তাঁকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বজ্রপাতে হতাহতের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এমদাদুল হক মোল্লা। এ সময় নিহতদের পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত