Ajker Patrika

নাটোর আদালত চত্বরে সাংবাদিককে মারপিট, সাবেক এসপি ফজলুলের বিরুদ্ধে থানায় অভিযোগ

নাটোর প্রতিনিধি 
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৪: ৩৭
নাটোর থানায় অভিযোগ দায়ের করছেন সাংবাদিকেরা। ছবি: আজকের পত্রিকা
নাটোর থানায় অভিযোগ দায়ের করছেন সাংবাদিকেরা। ছবি: আজকের পত্রিকা

নাটোর আদালতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে নাটোর প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব ও ইউনিক প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে মারপিটের শিকার গণমাধ্যমকর্মীদের পক্ষে নাটোর প্রেসক্লাবের সদস্য কাউছার হাবীব এ অভিযোগ দায়ের করেন। পরে আজ বুধবার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এস এম ফজলুল হক নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকেরা ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে পুলিশের কাছ থেকে ছুটে এসে আসামি ফজলুল হক সাংবাদিকদের ওপর হামলা করেন এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালান। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাঁকে কারাগারে নেওয়া হয়। বরখাস্ত করা পুলিশ সুপার ফজলুল হকসহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউসার হাবীব সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, বরখাস্ত এসপি ফজলুল হকের হুমকি অনুসারে তাঁর লোকজন যেকোনো সময় নাটোরের সাংবাদিকদের ওপর হামলা করতে পারেন।

অভিযোগ দিতে এসে ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দীন নাসিম ও নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, বরখাস্ত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলার পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির দেওয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী সুফি সান্টু, জ্যেষ্ঠ সাংবাদিক জুলফিকার হায়দর জোসেফ, হালিম খান, আল-মামুন, বুলবুল আহমেদ, মাহবুব হোসেন, সাংবাদিক কাউসার আলী, গোলাম রাব্বানী, মামুন খান, ইউসুফ আলী।

সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, পুলিশের বরখাস্ত কর্মকর্তা (পুলিশ সুপার) এস এম ফজলুল হক গত ১১ মার্চ নাটোর আদালত চত্বরে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেলের চিত্র সাংবাদিকদের শারীরিক লাঞ্ছিত করেছেন। স্ত্রী মেহনাজ আকতার আমিনের দায়ের করা নারী নির্যাতনের একটি মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসেছিলেন এসপি ফজলুল হক। এজলাস থেকে জেলহাজতে নেওয়ার সময় ফজলুল হকের হাতে ছিল না কোনো হাতকড়া। এই সুযোগে তিনি চড়াও হন গণমাধ্যমকর্মীদের ওপর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত