নাটোর প্রতিনিধি
নাটোর আদালতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে নাটোর প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব ও ইউনিক প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে মারপিটের শিকার গণমাধ্যমকর্মীদের পক্ষে নাটোর প্রেসক্লাবের সদস্য কাউছার হাবীব এ অভিযোগ দায়ের করেন। পরে আজ বুধবার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এস এম ফজলুল হক নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকেরা ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে পুলিশের কাছ থেকে ছুটে এসে আসামি ফজলুল হক সাংবাদিকদের ওপর হামলা করেন এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালান। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাঁকে কারাগারে নেওয়া হয়। বরখাস্ত করা পুলিশ সুপার ফজলুল হকসহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউসার হাবীব সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, বরখাস্ত এসপি ফজলুল হকের হুমকি অনুসারে তাঁর লোকজন যেকোনো সময় নাটোরের সাংবাদিকদের ওপর হামলা করতে পারেন।
অভিযোগ দিতে এসে ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দীন নাসিম ও নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, বরখাস্ত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলার পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির দেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী সুফি সান্টু, জ্যেষ্ঠ সাংবাদিক জুলফিকার হায়দর জোসেফ, হালিম খান, আল-মামুন, বুলবুল আহমেদ, মাহবুব হোসেন, সাংবাদিক কাউসার আলী, গোলাম রাব্বানী, মামুন খান, ইউসুফ আলী।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পুলিশের বরখাস্ত কর্মকর্তা (পুলিশ সুপার) এস এম ফজলুল হক গত ১১ মার্চ নাটোর আদালত চত্বরে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেলের চিত্র সাংবাদিকদের শারীরিক লাঞ্ছিত করেছেন। স্ত্রী মেহনাজ আকতার আমিনের দায়ের করা নারী নির্যাতনের একটি মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসেছিলেন এসপি ফজলুল হক। এজলাস থেকে জেলহাজতে নেওয়ার সময় ফজলুল হকের হাতে ছিল না কোনো হাতকড়া। এই সুযোগে তিনি চড়াও হন গণমাধ্যমকর্মীদের ওপর।
নাটোর আদালতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে নাটোর প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব ও ইউনিক প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে মারপিটের শিকার গণমাধ্যমকর্মীদের পক্ষে নাটোর প্রেসক্লাবের সদস্য কাউছার হাবীব এ অভিযোগ দায়ের করেন। পরে আজ বুধবার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এস এম ফজলুল হক নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকেরা ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে পুলিশের কাছ থেকে ছুটে এসে আসামি ফজলুল হক সাংবাদিকদের ওপর হামলা করেন এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালান। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাঁকে কারাগারে নেওয়া হয়। বরখাস্ত করা পুলিশ সুপার ফজলুল হকসহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউসার হাবীব সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, বরখাস্ত এসপি ফজলুল হকের হুমকি অনুসারে তাঁর লোকজন যেকোনো সময় নাটোরের সাংবাদিকদের ওপর হামলা করতে পারেন।
অভিযোগ দিতে এসে ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দীন নাসিম ও নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, বরখাস্ত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলার পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির দেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী সুফি সান্টু, জ্যেষ্ঠ সাংবাদিক জুলফিকার হায়দর জোসেফ, হালিম খান, আল-মামুন, বুলবুল আহমেদ, মাহবুব হোসেন, সাংবাদিক কাউসার আলী, গোলাম রাব্বানী, মামুন খান, ইউসুফ আলী।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পুলিশের বরখাস্ত কর্মকর্তা (পুলিশ সুপার) এস এম ফজলুল হক গত ১১ মার্চ নাটোর আদালত চত্বরে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেলের চিত্র সাংবাদিকদের শারীরিক লাঞ্ছিত করেছেন। স্ত্রী মেহনাজ আকতার আমিনের দায়ের করা নারী নির্যাতনের একটি মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসেছিলেন এসপি ফজলুল হক। এজলাস থেকে জেলহাজতে নেওয়ার সময় ফজলুল হকের হাতে ছিল না কোনো হাতকড়া। এই সুযোগে তিনি চড়াও হন গণমাধ্যমকর্মীদের ওপর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটকে করেছে।
৬ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগেসমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
১ ঘণ্টা আগেজুলকার নাইম বলেন, “ভাই, আমি মরি নাই। এখনো বেঁচে আছি। পত্রিকার পাতায় নিজের ছবি দেখে হতবাক হয়ে যাই। সকালে বাজারে গেলে পরিচিত অনেকে চেয়ে থাকে। কেউ কেউ তো বলেই বসেছে, তুই নাকি মারা গেছিস। বাড়ি ফিরে গিয়ে মা-বাবাকে সব খুলে বলেছি।”
১ ঘণ্টা আগে