Ajker Patrika

রাজশাহীতে ওয়াসার সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image
রাজশাহীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী ওয়াসার নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ বন্ধ, নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের নিশ্চয়তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। আজ শনিবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে বলা হয়, সম্প্রতি রাজশাহী ওয়াসার পানিতে কলিফর্ম নামক ব্যাকটেরিয়া পাওয়া গেছে। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অথচ পানির গুণগত মান বৃদ্ধি না করে অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে। ওয়াসার পানির দাম বৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত দাবি করে অবিলম্বে সুপেয় পানি সরবরাহ ও পানির দাম সহনীয় পর্যায়ে রাখতে আল্টিমেটাম দেওয়া হয়। এ সময় ওয়াসাকে গণশুনানি করে আগামী জানুয়ারির মধ্যে পানির দাম নির্ধারণ করতে বলা হয়।

একই কর্মসূচি থেকে নেসকোর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলা হয়, বিদ্যুতের সেবার নামে মানুষের পকেট কাটার ছক কষেছে নেসকো। মানববন্ধন কর্মসূচি থেকে নেসকোর প্রিপেইড মিটার বাতিল, ভৌতিক বিল আদায় বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, গ্রাহক হয়রানি বন্ধসহ নেসকোর অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, গ্রাহকেরা তাদের ইচ্ছামতো মিটার ব্যবহার করবে। এ ক্ষেত্রে নেসকোর অর্পিত কোনো মিটার গ্রাহকের ঘাড়ে চাপানো যাবে না।

বক্তারা বলেন, নেসকো মিটার রিডিং না করেই ইচ্ছামতো বিল তৈরি করছে। এটি গ্রাহকের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। রাজশাহীর গ্রাহকেরা এটি কখনো মেনে নেবে না। তাই অবিলম্বে গণশুনানি করে বিদ্যুতের মিটার ও বিদ্যুতের বিল যৌক্তিক পর্যায়ে আনার দাবি করা হয়।

রাজশাহীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জনগণের আয়ের সঙ্গে সংগতি রেখে খাদ্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আসছে, এর আগেই ভোগ্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। দ্রব্যমূল্য ও খাদ্যদ্রব্যে ভেজাল নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করার পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষার দাবি জানানো হয়। বক্তারা অবিলম্বে ওয়াসার পানির দাম, নেসকোর বিদ্যুতের দাম গণশুনানি করে রাজশাহীবাসীকে সম্পৃক্ত করে নির্ধারণের দাবি জানান। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, পবার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ, হোসেন আলী পেয়ারা, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হাসান, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক হারুনার রশিদ, জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য আফজাল হোসেন, মামুন-অর-রশিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত