Ajker Patrika

বগুড়ায় ফাল্গুনের বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা আলু চাষিদের  

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ফাল্গুনের বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা আলু চাষিদের  

বগুড়ায় ফাল্গুনের শুরুতে এক রাতের বৃষ্টিতে আলুর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জমিতে বৃষ্টির পানি জমে থাকায় আলুতে পচন ধরতে পারে বলে জানিয়েছেন চাষিরা। গত শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়া জেলার সব উপজেলায় বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বগুড়া কাহালু উপজেলার সরাই এবং কাইট গ্রাম দেখা যায় কোথাও কোথাও আলুর জমিতে পানি জমে আছে এবং কোথায় জমিতে তুলে রাখা আলু ভিজে গেছে। এতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। 

সরাই গ্রামের কৃষক আইয়ুব প্রামাণিক ও কাইট গ্রামের মোজাহার হোসেন বলেন, আলু তুলে জমিতে রাখা হয়। সেখানেই রোদে শুকানোর পর বাড়িতে অথবা হিমাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হঠাৎ করে রাতের বৃষ্টিতে আলু ভিজে ক্ষতি হয়ে গেল। তারা বলেন, বৃষ্টির পানিতে আলু ভিজে যাওয়ায় পচন দেখা দিতে পারে। আবার যেসব জমিতে এখনো আলু তোলা হয়নি সেই সব জমিতে পানি জমে থাকায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে এ বছর বগুড়ায় মোট ৫৫ হাজার ২৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। এখন পর্যন্ত বেশির ভাগ আলু জমিতেই রয়েছে। 

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলেবুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। জেলার সব জায়গায় সমান বৃষ্টিপাত হয়নি। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে আলুর ক্ষতি হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত