Ajker Patrika

দ্রুত নির্বাচন দিলেই প্রকৃত মুক্তি পাবে দেশের জনগণ: নাটোরে বিএনপি নেতা দুলু

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৬: ১০
দ্রুত নির্বাচন দিলেই প্রকৃত মুক্তি পাবে দেশের জনগণ: নাটোরে বিএনপি নেতা দুলু

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠনের পথে থাকা অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ দুঃশাসন থেকে আপাতদৃষ্টিতে মুক্তি পেলেও প্রকৃত মুক্তি আসবে নির্বাচনের পর। দেশে অতিসত্বর নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলেই দেশের মানুষ মুক্তি পাবে।

আজ বৃহস্পতিবার নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শেখ হাসিনার সরকারের পতন ডেকে আনা ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন সাবেক উপমন্ত্রী দুলু।

দুলু বলেন, নিজেকে জনপ্রিয় ও দেশের উন্নয়নের রূপকার দাবি করা শেখ হাসিনা শুধু দেশকেই নয়, আওয়ামী লীগকে ধ্বংস করে পালিয়ে গেছেন। শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের বিপদের মুখে ঠেলে পালিয়ে যাওয়ায় এখন দেশে আওয়ামী লীগের নাম-নিশানা-চিহ্নও নেই। দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন অবসানে নতুন জীবন লাভ করেছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এই জন্য আওয়ামী লীগকে অতিসত্বর নিষিদ্ধ করা হোক। তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার এ দেশে নেই। প্রত্যেকটি হত্যা ও অন্যায়ের বিচার করবে বিএনপি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলমসহ বিভিন্ন উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত