Ajker Patrika

আদমদীঘিতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১ চালকের, আরেক চালকসহ আহত ১০

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫: ১৫
আদমদীঘিতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১ চালকের, আরেক চালকসহ আহত ১০

বগুড়ার আদমদীঘিতে বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসচালকসহ ১০ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালক নওগাঁর মান্দা থানার কুনইল গ্রামের ইমরান হোসেন। গুরুতর আহত তিনজন হলেন ঢাকার পরপাড়া কোয়ার্টার স্টাফ এলাকার তানু হোসেন (২৭), বরিশালের খাটিবাড়ী এলাকার নাঈম হোসেন (২৬) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার তারাপুর এলাকার রেজাউল ইসলাম (৪৫)।

 বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা আদমদীঘি থানার পুলিশ সূত্রে জানা গেছে, শাহ ফাতেহ আলী পরিবহনের একটি বাস নওগাঁ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে একটি ট্রাক নওগাঁর দিকে আসার সময় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। অতিরিক্ত কুয়াশা পড়ায় কিছুই দেখা যাচ্ছিল না। সে কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। তা ছাড়া বাসের চালকসহ ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ট্রাক ও বাস দুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত