বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ট্রাক ছিনতাই ও চালককে জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন নারুলী পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) ফিরোজ আহম্মেদ এবং কনস্টেবল মাহবুব হোসেন। বর্তমানে তাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজমুল হক জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে। ট্রাকটি খালি অবস্থায় একটি স মিলের পাশে রেখে দেয়। এরপর চালক আমিরুলকে ধাওয়াপাড়া এলাকায় সুইট নামে এক ব্যক্তির বাড়িতে আটকে রেখে ট্রাকের মালিকের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালককে ছেড়ে দেয়। এ সময় পুলিশ খালি ট্রাকটি হেফাজতে নিতে গেলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
পরিদর্শক নাজমুল হক বলেন, ঘটনাস্থল থেকে সুইটসহ তিনজনকে আটক করা হয়েছে। ট্রাকচালক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বগুড়ায় ট্রাক ছিনতাই ও চালককে জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন নারুলী পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) ফিরোজ আহম্মেদ এবং কনস্টেবল মাহবুব হোসেন। বর্তমানে তাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজমুল হক জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে। ট্রাকটি খালি অবস্থায় একটি স মিলের পাশে রেখে দেয়। এরপর চালক আমিরুলকে ধাওয়াপাড়া এলাকায় সুইট নামে এক ব্যক্তির বাড়িতে আটকে রেখে ট্রাকের মালিকের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালককে ছেড়ে দেয়। এ সময় পুলিশ খালি ট্রাকটি হেফাজতে নিতে গেলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
পরিদর্শক নাজমুল হক বলেন, ঘটনাস্থল থেকে সুইটসহ তিনজনকে আটক করা হয়েছে। ট্রাকচালক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
কুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেসাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর ১১ নম্বরে আবু বক্কর নামের এক শিশুর (৪) পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করানোর পর অচেতন হয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর বাউনিয়াবাদ এলাকার একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে