Ajker Patrika

পত্নীতলায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৫: ৩৫
পত্নীতলায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁর পত্নীতলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বি হোসেন (১৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন কবিরাজপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। 

স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে রাব্বী মোটরসাইকেল চালিয়ে উপজেলার নজিপুর সদর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে নজিপুর-ধামইরহাট সড়কের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে নজিপুরের দিকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী রাব্বী সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত