Ajker Patrika

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সাময়িক বরখাস্ত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৬: ১১
মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সাময়িক বরখাস্ত

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার পরিচালনা কমিটির সভায় সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাদ্রাসা কমিটির সদস্যরা বলেন, গত বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সুপারের বিরুদ্ধে সদস্যরা প্রতিষ্ঠানে নিয়োগের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। এমনকি বিগত সভায় প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব সুপারের কাছে চেয়েও পাননি। প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের টাকাও মাদ্রাসা সুপার আত্মসাৎ করেছেন। এ কারণে সভায় সুপারকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মাদ্রাসা কমিটির সদস্যসচিব হয়েও সভায় উপস্থিত ছিলেন না। এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ভারপ্রাপ্ত সুপার হিসেবে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এ বি এম শফিকুল ইসলাম দায়িত্বে রয়েছেন। সুপার আবুল হোসেনকে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না—এই মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ বিষয়ে সুপার আবুল হোসেন বলেন, ‘আমি কোনো অর্থ আত্মসাতের সঙ্গে যুক্ত নই। সম্প্রতি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তাঁর ছোট ভাইকে মাদ্রাসার নিরাপত্তাকর্মী (পুরুষ) পদে চাকরি দিতে তৎপর হন। আমি এ বিষয়ে কোনো অনিয়ম করতে রাজি হইনি। তাই ব্যক্তিগত আক্রোশ থেকেই আমার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে।’

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আবদুল হান্নান সুপারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘গত বুধবার বিকেলে আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সুপারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পাঠানো হয়েছে।’

এ নিয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম বলেন, সুপারের বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্তের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত