Ajker Patrika

বগুড়া-৬ আসনে অন্য প্রার্থীকে ভোট দিলেন হিরো আলম 

বগুড়া প্রতিনিধি
Thumbnail image

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোট দিয়েছেন। তবে নিজের ভোট নিজেকে দিতে পারলেন না তিনি। হিরো আলম বগুড়া-৬ (সদর) আসনের ভোটার। এ কারণে নিজের ভোটটি তিনি দিয়েছেন অন্য প্রার্থীকে। 

আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। 

ভোট দিয়ে হিরো আলম বলেন, ‘আমি বগুড়া-৪ আসনের প্রার্থী হলেও ভোটার বগুড়া-৬ আসনে। আমার বাড়ি বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে। এই দুটি আসনই পাশাপাশি। নিজেকে ভোট দিতে না পারলেও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি, এ জন্য ভালো লাগছে। নিজেকে ভোট দিতে পারিনি, এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে। তবে ভোটার উপস্থিতি কম।’ 

তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। যদি কারচুপি হয় তাহলে সেখানে আর কিছু বলার নেই।’ 

হিরো আলম বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আসনে ভোটের মাঠে তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকে জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন ও বিএনপির সাবেক এমপি এবার ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত