ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে তিন দিনে শিয়ালের কামড়ে নারীসহ সাতজন আহত হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন (টিকা) না থাকায় বিপাকে পড়েছে তারা। আজ বুধবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছে ভুক্তভোগী ও তাদের স্বজনেরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩০ জুন থেকে আজ বুধবার (২ জুলাই) পর্যন্ত ওই সাতজন শিয়ালের কামড়ের শিকার হয়েছে। আহতরা হলেন উপজেলার রঘুনাথপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে মাইমুনা বেগম (২২), আবু তালেবের ছেলে মেজবাহ (১৫), কছির উদ্দিনের ছেলে ইউনুস আলী (৫০), মৃত জব্বারের ছেলে আব্দুল লতিফ (৩৫), শালুককুড়ি গ্রামের আব্দুল সামাদের ছেলে আবুল কালাম (৩৫), শিববাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল (৬২) এবং পূর্ব চকশরিফ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৪)। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রঘুনাথপুর গ্রামের ভুক্তভোগী ইউনুস আলী বলেন, ‘জরুরি কাজে বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যেতেই শিয়ালের আক্রমণের শিকার হই। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গিয়ে দেখি ভ্যাকসিন নেই।’
অপর ভুক্তভোগী আবুল কালাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি ভ্যাকসিন নেই। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে ওষুধের দোকান থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে।’ হাসপাতালে ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার বলেন, ‘শুধু জেলা পর্যায়ে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন সরবরাহ রয়েছে। উপজেলা পর্যায়ে আমরা এখনো পাইনি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।’
নওগাঁর ধামইরহাটে তিন দিনে শিয়ালের কামড়ে নারীসহ সাতজন আহত হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন (টিকা) না থাকায় বিপাকে পড়েছে তারা। আজ বুধবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছে ভুক্তভোগী ও তাদের স্বজনেরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩০ জুন থেকে আজ বুধবার (২ জুলাই) পর্যন্ত ওই সাতজন শিয়ালের কামড়ের শিকার হয়েছে। আহতরা হলেন উপজেলার রঘুনাথপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে মাইমুনা বেগম (২২), আবু তালেবের ছেলে মেজবাহ (১৫), কছির উদ্দিনের ছেলে ইউনুস আলী (৫০), মৃত জব্বারের ছেলে আব্দুল লতিফ (৩৫), শালুককুড়ি গ্রামের আব্দুল সামাদের ছেলে আবুল কালাম (৩৫), শিববাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল (৬২) এবং পূর্ব চকশরিফ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৪)। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রঘুনাথপুর গ্রামের ভুক্তভোগী ইউনুস আলী বলেন, ‘জরুরি কাজে বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যেতেই শিয়ালের আক্রমণের শিকার হই। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গিয়ে দেখি ভ্যাকসিন নেই।’
অপর ভুক্তভোগী আবুল কালাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি ভ্যাকসিন নেই। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে ওষুধের দোকান থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে।’ হাসপাতালে ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার বলেন, ‘শুধু জেলা পর্যায়ে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন সরবরাহ রয়েছে। উপজেলা পর্যায়ে আমরা এখনো পাইনি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।’
রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও ফ্লাইওভার ঢালে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বাউফল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক...
২ ঘণ্টা আগেকারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. আবু তালেব হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
২ ঘণ্টা আগেময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল শাখার দুই নেতাকে ঘিরে তুমুল সমালোচনা চলছে। ছাত্রলীগকে পুনর্বাসনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ।
২ ঘণ্টা আগে