Ajker Patrika

প্রশাসন আসার খবরেই পালিয়ে গেলেন বর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রশাসন আসার খবরেই পালিয়ে গেলেন বর

বিয়ে বাড়িতে চলছিল খাওয়া-দাওয়ার ধুম। ঠিক এমন সময়ে খবর এল, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছেন। এই খবরেই পালাতে শুরু করলেন বর ও বরযাত্রীরা। থেমে গেল বিয়ের সব আয়োজন। অবশেষে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক কিশোরী। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু বন্ধ করেন এই বাল্যবিবাহ। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা সুলতানা বলেন, শুক্রবার বিকেলে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির (১৩) এক শিক্ষার্থীর সঙ্গে পাশের উপজেলার আটুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শামিম হেসেনের (২১) বিয়ে হওয়ার কথা ছিল। নির্দিষ্ট দিনে হাজির হয়ে যান বর ও বরযাত্রীরা। বিয়ের প্রস্তুতি নেওয়ার সময় বিকেল সারে ৩টার দিকে মেয়ের বাড়িতে পুলিশ নিয়ে উপস্থিত হন সহকারী কমিশনার ভূমি। প্রশাসনের লোক আসছে শুনে বর ও বরযাত্রীরা একে একে পালাতে শুরু করেন। 

মহিলা বিষয়ক এই কর্মকর্তা আরও বলেন, মেয়ের বাবার সঙ্গে আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা ও বাল্যবিয়ের আয়োজনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে বিয়ে বন্ধ করে দেন ম্যাজিস্ট্রেট। 

ওই ছাত্রীর বাবা বলেন, ‘প্রশাসনের কথায় রাজি হয়ে মুচলেকা দিয়েছি। মেয়েটিকে এখন আবার স্কুলে পড়াব। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত আর বিয়ে দেব না।’ তিনি এ বিষয়ে প্রশাসনের সহায়তাও চান। 

ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু বলেন, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে আমরা বিয়ে বন্ধ করে দিয়েছি। মুচলেকা দিয়েছেন মেয়েটির বাবা। ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে এ বিষয়টি নজরদারিতে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত