Ajker Patrika

কালাইয়ে রাস্তার ধারে মিলল যুবকের মরদেহ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ১২: ৩০
কালাইয়ে রাস্তার ধারে মিলল যুবকের মরদেহ

জয়পুরহাটের কালাই উপজেলায় মোহসিন আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার করিমপুর ত্রিমুহনী বামনগ্রামের রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত যুবক কালাই উপজেলার জিন্দারপুরের বাখড়া বেলগাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বেলগাড়িয়া মণ্ডলপাড়া জামে মসজিদের ইমাম এবং প্রাইভেট টিউটর। 

নিহত মোহসিন আলীর বাবা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে টিউশনি করে বাসায় এসে দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় আমার ছেলে। সচরাচর সে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে রাতে বাড়িতে ফেরে। কিন্তু কাল রাতে না ফেরায় আমরা তাঁর মোবাইল ফোনে কল করলেও সে রিসিভ করেনি। অবশেষে বুধবার সকালে ক্ষেতলাল-মোলামগাড়ী সড়কের পাশ তাঁর মরদেহ দেখতে পাই। আমি আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ 

কালাই উপজেলার করিমপুর ত্রিমুহনী বামনগ্রামের রাস্তার পাশ থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা করে পুলিশএ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বুধবার সকালে স্থানীদের সংবাদের ভিত্তিতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত মোহসীন আলীর মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর দুটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত