Ajker Patrika

স্বামী হত্যার অভিযোগে মামলা, স্ত্রী কারাগারে

ধুনট (বগুড়া) প্রতিনিধি
স্বামী হত্যার অভিযোগে মামলা, স্ত্রী কারাগারে

বগুড়ার ধুনট উপজেলায় আব্দুর রহিম (৬৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ সোমবার সকালের দিকে নিহতের মা বিলকিছ বেগম বাদী হয়ে এ মামলা করেন। মামলার একমাত্র আসামি নিহতের স্ত্রী বিউটি খাতুন (৪০)। 

এদিকে বেলা ১২টার দিকে গ্রেপ্তারকৃত বিউটি খাতুনকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুর রহিম ওই গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রামানিকের ছেলে। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিউটি খাতুন শিয়ালী গ্রামের মৃত হাফিজার রহমানের মেয়ে। তিনি আব্দুর রহিমের তৃতীয় স্ত্রী। প্রায় ৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। রোববার সকালের দিকে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়ার একপর্যায়ে আব্দুর রহিম বিউটি খাতুনকে মারপিট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুন তার স্বামীর অণ্ডকোষ চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহিম। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বিউটি খাতুনকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। 
 
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিউটি খাতুন তাঁর স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত