Ajker Patrika

রুয়েটে চতুর্থ বর্ষের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৭ মে ২০২৩, ২৩: ৪৩
Thumbnail image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তানভীর আহমেদ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি রুয়েটের শহীদ শহীদুল্লাহ হলে থাকতেন। মেহেরপুরের গাংনী উপজেলায় তাঁর বাড়ি।

আজ বুধবার দুপুর ২টার দিকে সহপাঠীরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তানভীরের সহপাঠীরা জানিয়েছেন দুপুরে নিজ কক্ষে গলায় ফাঁস দেন তানভীর। এ সময় সহপাঠীরা তা দেখে তাঁকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যান। এর আগেই তানভীরের মৃত্যু হয়েছে। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তিনিও ঘটনাস্থলে গিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত