কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে এক সপ্তাহে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার মধ্য রাতে উপজেলার বাড়াকান্দি গ্রামের আবু তাহের আকন্দের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তাজুরপাড়া ও মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি হয়।
ভুক্তভোগীরা জানান,৭-৮ জন ডাকাতের হাতে দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেনের ছেলে রানা বলেন, ‘মঙ্গলবার রাতে আমার বাড়িতে থেকে ২০ হাজার টাকা দামের স্মার্টফোন ও ছয় হাজার টাকা দামের ঘড়ি নিয়ে যায়। রোববার রাতে আমার চাচা আবু তাহেরের বাড়িতে ডাকাতি হয়।’
তাঁর চাচা তো ভাইয়ের স্ত্রীর বরাতে দিয়ে তিনি জানান, গতকাল অপরিচিত কেউ একজন এসে তাঁকে ভাত খাওয়ার কথা বলেন। রাতে খেয়েছে কি না? খাবার খাওয়ার বিষয়টি জানার পরে রাত ২টার দিকে ৭-৮ জন ঘরের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এদিকে রাতের খাওয়ার পর থেকে আবু তাহের ও তার স্ত্রী খুকি বেগম অজ্ঞান হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।
ভুক্তভোগী তাজুরপাড়া গ্রামের আবু বক্কর আকন্দের স্ত্রী লাকি খাতুন বলেন, ‘শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার দিতে চাইলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে বলে, ‘‘বাঁচতে চাইলে চুপ থাকেক। তা না হলে সবাই মারা পরবি।’ ’ ডাকাতেরা আমাদের স্বর্ণালংকার ও নগদ নিয়ে যায়।’
সাধারণ মানুষেরা ডাকাতির বিষয়টি নিয়ে আতঙ্কিত। দ্রুতই ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, এটি একটি চুরির ঘটনা, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজকে মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম রহমান বলেন, ‘ঘটনার স্থলে ওসিকে পাঠিয়েছিলাম ও সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে বেশ কিছু ক্লু আছে আশা করি দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করব।’
সিরাজগঞ্জের কামারখন্দে এক সপ্তাহে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার মধ্য রাতে উপজেলার বাড়াকান্দি গ্রামের আবু তাহের আকন্দের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তাজুরপাড়া ও মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি হয়।
ভুক্তভোগীরা জানান,৭-৮ জন ডাকাতের হাতে দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেনের ছেলে রানা বলেন, ‘মঙ্গলবার রাতে আমার বাড়িতে থেকে ২০ হাজার টাকা দামের স্মার্টফোন ও ছয় হাজার টাকা দামের ঘড়ি নিয়ে যায়। রোববার রাতে আমার চাচা আবু তাহেরের বাড়িতে ডাকাতি হয়।’
তাঁর চাচা তো ভাইয়ের স্ত্রীর বরাতে দিয়ে তিনি জানান, গতকাল অপরিচিত কেউ একজন এসে তাঁকে ভাত খাওয়ার কথা বলেন। রাতে খেয়েছে কি না? খাবার খাওয়ার বিষয়টি জানার পরে রাত ২টার দিকে ৭-৮ জন ঘরের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এদিকে রাতের খাওয়ার পর থেকে আবু তাহের ও তার স্ত্রী খুকি বেগম অজ্ঞান হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।
ভুক্তভোগী তাজুরপাড়া গ্রামের আবু বক্কর আকন্দের স্ত্রী লাকি খাতুন বলেন, ‘শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার দিতে চাইলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে বলে, ‘‘বাঁচতে চাইলে চুপ থাকেক। তা না হলে সবাই মারা পরবি।’ ’ ডাকাতেরা আমাদের স্বর্ণালংকার ও নগদ নিয়ে যায়।’
সাধারণ মানুষেরা ডাকাতির বিষয়টি নিয়ে আতঙ্কিত। দ্রুতই ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, এটি একটি চুরির ঘটনা, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজকে মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম রহমান বলেন, ‘ঘটনার স্থলে ওসিকে পাঠিয়েছিলাম ও সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে বেশ কিছু ক্লু আছে আশা করি দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করব।’
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৭ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে