Ajker Patrika

কামারখন্দে এক সপ্তাহে তিন বাড়িতে ডাকাতি

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

সিরাজগঞ্জের কামারখন্দে এক সপ্তাহে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার মধ্য রাতে উপজেলার বাড়াকান্দি গ্রামের আবু তাহের আকন্দের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তাজুরপাড়া ও মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি হয়।

ভুক্তভোগীরা জানান,৭-৮ জন ডাকাতের হাতে দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে।

ভুক্তভোগী দেলোয়ার হোসেনের ছেলে রানা বলেন, ‘মঙ্গলবার রাতে আমার বাড়িতে থেকে ২০ হাজার টাকা দামের স্মার্টফোন ও ছয় হাজার টাকা দামের ঘড়ি নিয়ে যায়। রোববার রাতে আমার চাচা আবু তাহেরের বাড়িতে ডাকাতি হয়।’

তাঁর চাচা তো ভাইয়ের স্ত্রীর বরাতে দিয়ে তিনি জানান, গতকাল অপরিচিত কেউ একজন এসে তাঁকে ভাত খাওয়ার কথা বলেন। রাতে খেয়েছে কি না? খাবার খাওয়ার বিষয়টি জানার পরে রাত ২টার দিকে ৭-৮ জন ঘরের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এদিকে রাতের খাওয়ার পর থেকে আবু তাহের ও তার স্ত্রী খুকি বেগম অজ্ঞান হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।

ভুক্তভোগী তাজুরপাড়া গ্রামের আবু বক্কর আকন্দের স্ত্রী লাকি খাতুন বলেন, ‘শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার দিতে চাইলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে বলে, ‘‘বাঁচতে চাইলে চুপ থাকেক। তা না হলে সবাই মারা পরবি।’ ’ ডাকাতেরা আমাদের স্বর্ণালংকার ও নগদ নিয়ে যায়।’

সাধারণ মানুষেরা ডাকাতির বিষয়টি নিয়ে আতঙ্কিত। দ্রুতই ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, এটি একটি চুরির ঘটনা, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজকে মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম রহমান বলেন, ‘ঘটনার স্থলে ওসিকে পাঠিয়েছিলাম ও সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে বেশ কিছু ক্লু আছে আশা করি দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত