Ajker Patrika

পর্নো ভিডিও সরবরাহ করায় ছয়জনকে গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৪: ৫১
পর্নো ভিডিও সরবরাহ করায় ছয়জনকে গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলায় পর্নো ভিডিও সরবরাহ করায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার সকালে র‍্যাব-৫-এর পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার মোলাগাড়ীহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা আকতারুল ইসলাম (৩১), সাদেক আলী (২৩) শামসুল আলম (৩৪), সাজু মিয়া সেলিম (২৬), সবুর ইসলাম (২৪) ও সাহেব আলী (৩২)।

র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, পর্নো ভিডিও সরবরাহের অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়টি মনিটর, ছয়টি সিপিইউ ও ১১টি হার্ডডিস্ক জব্দ করা হয়।

মোস্তফা জামান আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে কিশোর ও স্কুলের ছাত্রদের কাছে পর্নোগ্রাফি সরবরাহ করতেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত