সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়া নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা হারুন ও তার ভাই জুয়েলের নেতৃত্বে ৪০/৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাগডেমড়া ইউপির বর্তমান চেয়ারম্যান হাফিজের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির জানালার গ্লাসসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলাকারীদের বাধা দিতে গিয়ে চেয়ারম্যানে মা সাজেদা খাতুন (৭০), বাবা ইউনুস মোল্লাা (৭৫), চাচা আলতাব মোল্লা, ভাবি হাসি বেগমসহ কয়েকজনকে মারপিটের শিকার হন।
সাজেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে ঘরে যাচ্ছি এমন সময় লাঠিসোঁটা নিয়ে ৩/৪জন হাফিজের কথা জিজ্ঞাসা করতেই গালিগালাজ করে আমাকে মারপিট করে। এতে আমি অজ্ঞান হয়ে পড়ি।’ আমার হাতটা ভেঙে দিয়েছে বলে হাউমাউ করে কেঁদে ফেলেন এই বয়সী বৃদ্ধা।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘হাফিজ আমার পরিষদের একজন সদস্য। আমি বিষয়টা শুনেছি এবং মর্মাহত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছি।’
অন্যদিকে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘শোনা কথা-গত শনিবার বিকেলে সোনাতলাতে জামায়াত–বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল ছিল। মিছিলটি বর্তমান চেয়ারম্যান হাফিজের বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় ওই বাড়ি থেকে ইট–পাটকেল মারে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওখানে গেছে কিনা আমি জানি না। আমি তখন সোনাতলা বাজারে সাঁথিয়া থানার এএসআই শাহানুরের সঙ্গে ছিলাম।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে কারা ভাঙচুর করেছে।’
পাবনার সাঁথিয়া নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা হারুন ও তার ভাই জুয়েলের নেতৃত্বে ৪০/৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাগডেমড়া ইউপির বর্তমান চেয়ারম্যান হাফিজের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির জানালার গ্লাসসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলাকারীদের বাধা দিতে গিয়ে চেয়ারম্যানে মা সাজেদা খাতুন (৭০), বাবা ইউনুস মোল্লাা (৭৫), চাচা আলতাব মোল্লা, ভাবি হাসি বেগমসহ কয়েকজনকে মারপিটের শিকার হন।
সাজেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে ঘরে যাচ্ছি এমন সময় লাঠিসোঁটা নিয়ে ৩/৪জন হাফিজের কথা জিজ্ঞাসা করতেই গালিগালাজ করে আমাকে মারপিট করে। এতে আমি অজ্ঞান হয়ে পড়ি।’ আমার হাতটা ভেঙে দিয়েছে বলে হাউমাউ করে কেঁদে ফেলেন এই বয়সী বৃদ্ধা।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘হাফিজ আমার পরিষদের একজন সদস্য। আমি বিষয়টা শুনেছি এবং মর্মাহত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছি।’
অন্যদিকে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘শোনা কথা-গত শনিবার বিকেলে সোনাতলাতে জামায়াত–বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল ছিল। মিছিলটি বর্তমান চেয়ারম্যান হাফিজের বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় ওই বাড়ি থেকে ইট–পাটকেল মারে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওখানে গেছে কিনা আমি জানি না। আমি তখন সোনাতলা বাজারে সাঁথিয়া থানার এএসআই শাহানুরের সঙ্গে ছিলাম।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে কারা ভাঙচুর করেছে।’
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খাসজমির একটি খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের বাসিন্দা বছর উদ্দিন খাঁ ওই খালের জায়গা দখল করে ভবনটি নির্মাণ করছেন।
৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমানবাহিনীর সদস্যরা। আজ সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমানবাহিনীর ৩০ সদস্যের এক
১০ মিনিট আগেগত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের একটি অফিস কক্ষে এসি বিস্ফোরণে অফিস সহায়ক ও গাড়িচালকের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসও জানায়, এসি বিস্ফোরণে তাঁদের মৃত্যু হয়েছে...
১৭ মিনিট আগেলালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের রেকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে লাইনচ্যুত ২ বগি উদ্ধারসহ লাইন মেরামতের কাজ শুরু করেছে লালমনিরহাট রেল বিভাগ।
১ ঘণ্টা আগে