নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিনা ভোটে ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হতে যাচ্ছেন রবিউল ইসলাম। তিনি এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এবার তাঁর সঙ্গে নির্বাচনে কেউ প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা ভোটে আবারও কাউন্সিলর হতে যাচ্ছেন।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চলতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত ২৩ মে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র রবিউল ইসলাম মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন। তবে এখনই তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে না।
দেলোয়ার হোসেন বলেন, রবিউল একক প্রার্থী হলেও যাচাই-বাছাইসহ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তাঁকে নির্বাচিত ঘোষণা দেওয়ার সুযোগ নেই। কারণ যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিলও হতে পারে। তাই মনোনয়নপত্র বৈধ হলেই তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
কাউন্সিলর রবিউল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ ওয়ার্ডে আমি একাই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়নপত্র উত্তোলন কিংবা জমা দেননি। প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক একজন কাউন্সিলরসহ দুজনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু বিএনপির কারও নির্বাচনে না যাওয়ার নির্দেশনার কারণে একজন নিজেকে সরিয়ে নেন বলে শুনেছি।’
রবিউল ইসলাম আরও বলেন, ‘এ ছাড়া সাবেক একজন কাউন্সিলর আবারও প্রার্থী হওয়ার আগে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ওয়ার্ডে ঘুরে কোনো সাড়া পাননি। ফলে তিনিও প্রার্থী হননি।’
প্রসঙ্গত, সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। এরপর ২১ জুন ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিনা ভোটে ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হতে যাচ্ছেন রবিউল ইসলাম। তিনি এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এবার তাঁর সঙ্গে নির্বাচনে কেউ প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা ভোটে আবারও কাউন্সিলর হতে যাচ্ছেন।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চলতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত ২৩ মে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র রবিউল ইসলাম মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন। তবে এখনই তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে না।
দেলোয়ার হোসেন বলেন, রবিউল একক প্রার্থী হলেও যাচাই-বাছাইসহ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তাঁকে নির্বাচিত ঘোষণা দেওয়ার সুযোগ নেই। কারণ যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিলও হতে পারে। তাই মনোনয়নপত্র বৈধ হলেই তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
কাউন্সিলর রবিউল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ ওয়ার্ডে আমি একাই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়নপত্র উত্তোলন কিংবা জমা দেননি। প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক একজন কাউন্সিলরসহ দুজনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু বিএনপির কারও নির্বাচনে না যাওয়ার নির্দেশনার কারণে একজন নিজেকে সরিয়ে নেন বলে শুনেছি।’
রবিউল ইসলাম আরও বলেন, ‘এ ছাড়া সাবেক একজন কাউন্সিলর আবারও প্রার্থী হওয়ার আগে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ওয়ার্ডে ঘুরে কোনো সাড়া পাননি। ফলে তিনিও প্রার্থী হননি।’
প্রসঙ্গত, সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। এরপর ২১ জুন ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।
আবারও গাছ কেটে ভবন নির্মাণের সব আয়োজন সম্পন্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলটি। এতে অর্ধশতাধিক গাছ কাটা পড়বে বলে ধারণা করা....
৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৬ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৬ মিনিট আগে