Ajker Patrika

আদমদীঘিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৯: ২৭
আদমদীঘিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

বগুড়ার আদমদীঘিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল সরদার (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় আদমদীঘি-আবাদপুকুর সড়কের আমতলী নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

বুলবুল নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টায় বুলবুল সরদার মোটরসাইকেলে করে আদমদীঘি থেকে আবাদপুকুরে যাচ্ছিলেন। এ সময় আবাদপুকুর সড়কের আমতলী নামক স্থানে পৌঁছামাত্র অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন আহত হন। এ সময় বুলবুল ছাড়াও আহত হন রাণীনগরের পারইল গ্রামের আরেজ আলী, বিশিয়ারের মিলন হোসেন ও আদমদীঘির উথরাইলের তাজমিলুর হোসেন। গুরুতর আহত বুলবুল সরদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত