রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে মানিক আবদুল্লাহ (৩৬) নামের এক যুবদলের কর্মীকে ভাত খাওয়ার সময় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারি কলোনির একটি বাসায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।
এদিকে এ ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ মানিকের পরিবারের। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনাস্থল থেকে পুলিশ শটগানের দুটি কার্তুজের খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মানিক আবদুল্লাহ গরিব উল্লাহপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, মানিক আবদুল্লাহ দেশে ফেরার পর স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী-সন্তান ছাড়া গ্রামে এলে ভান্ডারি কলোনির বাসায় ভাত খেতেন। মানিক শনিবার রাতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে যুবদলের আরেক কর্মীসহ ওই বাসায় ভাত খাচ্ছিলেন। এ সময় বাসায় ঢুকে ১২ থেকে ১৫ জন অস্ত্রধারী তাঁকে গুলি করে পালিয়ে যায়। মানিকের শরীরের তিনটি স্থানে গুলি লাগে। হত্যাকাণ্ডের পর অস্ত্রধারীরা মোটরসাইকেল ও অটোরিকশায় করে পালিয়ে যায়।
মানিকের ছোট ভাই সাকিল আহমেদ বলেন, একই দলের প্রতিপক্ষের কিছু নেতা-কর্মী আমার ভাইয়ের ওপর তিন মাস আগেও হামলা করেছিলেন। ভাইয়ের ওপর ক্ষোভ থেকে তাঁর কোচিং সেন্টার ও বোনের বাড়িতে হামলা করা হয়। ওই সন্ত্রাসীরাই ভাইকে ভাত খাওয়ার সময় গুলি করে হত্যা করেছে। হত্যাকারীরা মুখোশধারী ছিল। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। মানিককে সন্ত্রাসীরা হত্যার পরিকল্পনা করছে, এমন ধারণা তিনি আগেই করেছিলেন। বিষয়টি জেনে মানিককে সতর্ক করা হয়েছিল। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
চট্টগ্রামের রাউজানে মানিক আবদুল্লাহ (৩৬) নামের এক যুবদলের কর্মীকে ভাত খাওয়ার সময় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারি কলোনির একটি বাসায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।
এদিকে এ ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ মানিকের পরিবারের। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনাস্থল থেকে পুলিশ শটগানের দুটি কার্তুজের খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মানিক আবদুল্লাহ গরিব উল্লাহপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, মানিক আবদুল্লাহ দেশে ফেরার পর স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী-সন্তান ছাড়া গ্রামে এলে ভান্ডারি কলোনির বাসায় ভাত খেতেন। মানিক শনিবার রাতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে যুবদলের আরেক কর্মীসহ ওই বাসায় ভাত খাচ্ছিলেন। এ সময় বাসায় ঢুকে ১২ থেকে ১৫ জন অস্ত্রধারী তাঁকে গুলি করে পালিয়ে যায়। মানিকের শরীরের তিনটি স্থানে গুলি লাগে। হত্যাকাণ্ডের পর অস্ত্রধারীরা মোটরসাইকেল ও অটোরিকশায় করে পালিয়ে যায়।
মানিকের ছোট ভাই সাকিল আহমেদ বলেন, একই দলের প্রতিপক্ষের কিছু নেতা-কর্মী আমার ভাইয়ের ওপর তিন মাস আগেও হামলা করেছিলেন। ভাইয়ের ওপর ক্ষোভ থেকে তাঁর কোচিং সেন্টার ও বোনের বাড়িতে হামলা করা হয়। ওই সন্ত্রাসীরাই ভাইকে ভাত খাওয়ার সময় গুলি করে হত্যা করেছে। হত্যাকারীরা মুখোশধারী ছিল। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। মানিককে সন্ত্রাসীরা হত্যার পরিকল্পনা করছে, এমন ধারণা তিনি আগেই করেছিলেন। বিষয়টি জেনে মানিককে সতর্ক করা হয়েছিল। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
১৩ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৪৩ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৪৪ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে