Ajker Patrika

রাউজানে যুবদলের কর্মীকে ভাত খাওয়ার সময় গুলি করে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৪: ৪৫
মানিক আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
মানিক আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে মানিক আবদুল্লাহ (৩৬) নামের এক যুবদলের কর্মীকে ভাত খাওয়ার সময় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারি কলোনির একটি বাসায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।

এদিকে এ ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ মানিকের পরিবারের। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনাস্থল থেকে পুলিশ শটগানের দুটি কার্তুজের খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মানিক আবদুল্লাহ গরিব উল্লাহপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, মানিক আবদুল্লাহ দেশে ফেরার পর স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী-সন্তান ছাড়া গ্রামে এলে ভান্ডারি কলোনির বাসায় ভাত খেতেন। মানিক শনিবার রাতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে যুবদলের আরেক কর্মীসহ ওই বাসায় ভাত খাচ্ছিলেন। এ সময় বাসায় ঢুকে ১২ থেকে ১৫ জন অস্ত্রধারী তাঁকে গুলি করে পালিয়ে যায়। মানিকের শরীরের তিনটি স্থানে গুলি লাগে। হত্যাকাণ্ডের পর অস্ত্রধারীরা মোটরসাইকেল ও অটোরিকশায় করে পালিয়ে যায়।

মানিকের ছোট ভাই সাকিল আহমেদ বলেন, একই দলের প্রতিপক্ষের কিছু নেতা-কর্মী আমার ভাইয়ের ওপর তিন মাস আগেও হামলা করেছিলেন। ভাইয়ের ওপর ক্ষোভ থেকে তাঁর কোচিং সেন্টার ও বোনের বাড়িতে হামলা করা হয়। ওই সন্ত্রাসীরাই ভাইকে ভাত খাওয়ার সময় গুলি করে হত্যা করেছে। হত্যাকারীরা মুখোশধারী ছিল। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। মানিককে সন্ত্রাসীরা হত্যার পরিকল্পনা করছে, এমন ধারণা তিনি আগেই করেছিলেন। বিষয়টি জেনে মানিককে সতর্ক করা হয়েছিল। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত