Ajker Patrika

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৩৯
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকার বেশ কিছু ‘সংখ্যালঘু স্বার্থবান্ধব’ অঙ্গীকার করে। কিন্তু দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও এসব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কিন্তু এসব অঙ্গীকার পূরণ না করলে এবার রাজপথ ছাড়া হবে না। চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার রাতে ২০১৮ সালে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা আরও বলেন, সরকারের কিছু কুচক্রী আমলার কারণে দেশে সংখ্যালঘুদের ধর্ম পালনে বাধা তৈরি হচ্ছে। অথচ স্বাধীনতা-পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সব ধর্মবর্ণ-জাতের মানুষ যাতে সমান অধিকার নিয়ে বসবাস করতে পারে, তা সংবিধানে নিশ্চিত করেছিলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতারা বলেন, সরকারের দেওয়া সাত দফা অবিলম্বে বাস্তবায়ন, মঠ-মন্দিরে হামলা ও ভাঙচুরের আসল দোষীদের খুঁজে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য ১৯৭২ সালের মৌল সংবিধানে ফিরে যাওয়া ব্যতীত কোনো বিকল্প নেই।

সমাবেশে বক্তারা বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নিপীড়ন বন্ধে আইন করতে হবে। এ ছাড়া ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠাসহ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি সংযোগ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুমিত চট্টোপাধ্যায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত