Ajker Patrika

বগুড়ার শেরপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪২
বগুড়ার শেরপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রাতে কুসুম্বি ইউনিয়নের দাড়কিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকসেবীদের কাছে হেরোইন বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। 

তাঁদের একজন উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া পূর্বপাড়া গ্রামের আজিবর রহমানকে (৪২) চার গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে শেরপুর থানায় আটটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। 

একই স্থান থেকে আরেক মাদক কারবারি বাবু হোসেনকে (৪০) পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। বাবু একই ইউনিয়নে দাড়কিপাড়া গ্রামের বাসিন্দা। 

এদিকে একই রাতে উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় হেরোইন বিক্রির সময় আল আমিনকে (৪০) পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি একই ইউনিয়নের হামছায়াপুর গ্রামে। তাঁর নামেও শেরপুর থানায় বিগত সময়ে পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা কুসুম্বি ও শাহবন্দেগী ইউনিয়নের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছি। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত