চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিয়াসমিন (৩২) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুর ও শাশুড়ি বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৮ মে) সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মারধরের শিকার হয়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি তাঁকে ফেলে রেখে চলে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে, মৃত ভেবে জিয়াসমিনকে ফেলে রেখে যান তাঁর শ্বশুর-শাশুড়ি।
আহত জিয়াসমিন ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় আতিকুল বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
প্রতিবেশীদের ভাষ্য, শ্বশুর সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ি আয়েশা বেগম মিলে জিয়াসমিনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে জ্ঞান হারান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানাভাবে তাঁকে নির্যাতন করে আসছিলেন শ্বশুর-শাশুড়ি। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিস-বৈঠকও হয়েছে।
অভিযুক্ত দুজনই ঘটনার পর থেকে পলাতক। তাঁদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পারিবারিক কলহজনিত। একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিয়াসমিন (৩২) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুর ও শাশুড়ি বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৮ মে) সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মারধরের শিকার হয়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি তাঁকে ফেলে রেখে চলে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে, মৃত ভেবে জিয়াসমিনকে ফেলে রেখে যান তাঁর শ্বশুর-শাশুড়ি।
আহত জিয়াসমিন ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় আতিকুল বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
প্রতিবেশীদের ভাষ্য, শ্বশুর সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ি আয়েশা বেগম মিলে জিয়াসমিনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে জ্ঞান হারান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানাভাবে তাঁকে নির্যাতন করে আসছিলেন শ্বশুর-শাশুড়ি। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিস-বৈঠকও হয়েছে।
অভিযুক্ত দুজনই ঘটনার পর থেকে পলাতক। তাঁদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পারিবারিক কলহজনিত। একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের বাজিতপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষিদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা হয়।
১ মিনিট আগেনাজমুল ইসলাম বলেন, ‘সকালে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি, কোনো সাড়াশব্দ নেই। পরে স্থানীয় কয়েকজনকে ডেকে পুলিশে খবর দেই।’
৩ মিনিট আগেভোলার লালমোহনে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করেন। আজ সোমবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করা হয়। তাঁদের সঙ্গে প্রাক্তন ছাত্র ও সাধারণ মানুষও অংশ নেন।
৮ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে এক যাত্রী বিমানে ওঠার চেষ্টা করার সময় ধরা পড়েছেন। আজ সোমবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ বিমানের কক্সবাজারগামী ফ্লাইটে (বিজি ৪৩৭) ওঠার চেষ্টা করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা আমান।
১৫ মিনিট আগে