সিরাজগঞ্জ প্রতিনিধি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল সোমবার পোস্ট মাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার জেনারেল মো. আলী আশরাফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘১৪ অক্টোবর (সোমবার) বিকেলে গোলবার হোসেন অনন্তের বরখাস্তের আদেশ হাতে পেয়েছি।’
আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার তদন্ত শেষে গত ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ১ অক্টোবর গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গোলবার হোসেন অনন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। ২০০০ সালের ২৯ জুন ডাকঘরের পরিদর্শক হিসেবে যোগদান করেন তিনি।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গোলবার হোসেন অনন্ত ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি নিজ নামে ৬৩ লাখ টাকা মূল্যের স্থাবর, ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন।
সম্পদ বিবরণী যাচাইকালে গোলবার হোসেন অনন্তের নামে ৮৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ১ কোটি ৩১ লাখ ২০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে দুদক আইন, ২০০৪-এর ২৬ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মোক্তার হোসেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল সোমবার পোস্ট মাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার জেনারেল মো. আলী আশরাফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘১৪ অক্টোবর (সোমবার) বিকেলে গোলবার হোসেন অনন্তের বরখাস্তের আদেশ হাতে পেয়েছি।’
আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার তদন্ত শেষে গত ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ১ অক্টোবর গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গোলবার হোসেন অনন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। ২০০০ সালের ২৯ জুন ডাকঘরের পরিদর্শক হিসেবে যোগদান করেন তিনি।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গোলবার হোসেন অনন্ত ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি নিজ নামে ৬৩ লাখ টাকা মূল্যের স্থাবর, ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন।
সম্পদ বিবরণী যাচাইকালে গোলবার হোসেন অনন্তের নামে ৮৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ১ কোটি ৩১ লাখ ২০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে দুদক আইন, ২০০৪-এর ২৬ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মোক্তার হোসেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ মিনিট আগেনিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভি
৩৪ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১ ঘণ্টা আগে