Ajker Patrika

তুরস্কে ভূমিকম্প: ভোর ৪টা ২৩ মিনিট পর্যন্ত অনলাইনে ছিলেন বগুড়ার রিংকু, তারপর বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ২৯
তুরস্কে ভূমিকম্প: ভোর ৪টা ২৩ মিনিট পর্যন্ত অনলাইনে ছিলেন বগুড়ার রিংকু, তারপর বিচ্ছিন্ন

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বগুড়ার গাবতলীর গোলাম সাঈদ রিংকুর (২৮) সঙ্গে যোগাযোগ করতে না পেরে গতকাল থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা। 

গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামে রিংকুর বাড়ি। গোলাম রব্বানী ও সেলিমা খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয় রিংকু। তুরস্কের আজাজ শহরে থাকতেন তিনি। সেখানকার খাহরামান মারাস সাচ্চু ইমাম ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞানে স্নাতক পড়ছেন।

রিংকুর ছোট ভাই রিফাত আজকের পত্রিকাকে বলেন, ‘ভূমিকম্পের খবর জানার পর ভাইয়ের খোঁজ নেওয়ার চেষ্টা করি। খোঁজ করতে গিয়ে দেখি, ভোর ৪টা ২৩ মিনিট পর্যন্ত তাঁর লাইন চালু ছিল। এর পর থেকে বন্ধ। নানা মাধ্যমে সন্ধান করেও আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো তথ্য পাইনি। 

তাঁর চাচা ও চাচাতো ভাই রবিউল ইসলাম সনি ঢাকায় তুরস্ক দূতাবাসে খোঁজ নেন বলে তিনি জানান। 

রবিউল ইসলাম সনির সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তুরস্ক দূতাবাসে গিয়েছিলাম। সেখানে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিতে বলেছে। পরে সেখানে গিয়েও রিংকুর সর্বশেষ কোনো তথ্য জানতে পারিনি।’ 

রিংকুর ফুফা আবু হাসানাত লিমন জানান, কাগইল করুণাকান্ত উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে। সে গ্রুপেই তিনি প্রথম জানতে পারেন, ভূমিকম্পের পর থেকে রিংকুর সন্ধান পাওয়া যায়নি। এরপর তিনি তুরস্কে অবস্থানরত রিংকুর এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাছে জানতে পারেন, রিংকু যে ভবনে থাকতেন, সেটি বিধ্বস্ত হয়েছে। 

লিমন আজকের পত্রিকাকে বলেন, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করার পর ২০১৪ সালে তুরস্কে যান। রিংকুর ছোট ভাই রিফাত রহমান চীনের একটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াকালীন করোনা মহামারি দেখা দেয়। এ কারণে তিনি দেশে ফিরে আসেন। কৃষক গোলাম রব্বানী জমি বিক্রি করে দুই ছেলের লেখাপড়ার খরচ জোগাচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত