নিয়াজ মোরশেদ, আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ রেলস্টেশনের প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে মাতাপুর রেলগেটের অবস্থান। রেলগেটের দুপাশে রয়েছে প্রতিবন্ধকতা বার (ব্যারিয়ার)। তাঁর পাশেই আছে গেটম্যানের থাকার পাকা ঘর। এই রেলগেটে সবকিছু থাকলেও নেই শুধু গেটম্যান। গেটম্যানের ঘরে বছরের পর বছর বসবাস করছেন নিজেকে ওয়েম্যান (খালাসি) পরিচয় দেওয়া এক ব্যক্তি। ট্রেন এলে চিৎকার করে দুপাশের যানবাহন ও পথচারীদের আটকান স্থানীয়রা।
রেলগেট এলাকার দোকানিরা অভিযোগ করে বলেন, রেলগেটে সবই আছে, শুধু গেটম্যান নেই। বছরের পর বছর তাঁরা নিজেরাই সংকেত দিয়ে গেটম্যানের দায়িত্ব পালন করেন। দুর্ঘটনা এড়াতে রেলগেট এলাকার দুই পাশের দোকানিরা নিজেরাই ট্রেন চলাচলের সময়সূচি আয়ত্ত করেছেন। সময় অনুযায়ী তাঁরা দোকান ছেড়ে রেলগেটের ওপরে এসে লাইনে ট্রেন আসছে কি না দেখেন। এরপর চিৎকার করে রেলগেটের দুই পাশের যানবাহন ও পথচারীদের আটকান। গেটম্যান না থাকায় আগে প্রতিদিনই দুর্ঘটনা ঘটত। এখন নিজেরা সংকেত দেওয়ায় দুর্ঘটনা কমেছে।
সম্প্রতি সরেজমিন রেলগেট এলাকা ঘুরে দেখা গেছে, রেলগেটের দুপাশেই লম্বা দুটি প্রতিবন্ধকতা বার আছে। পূর্ব পাশেই রয়েছে গেটম্যানদের পালাক্রমে থাকার জন্য পাকা ঘর। কিন্তু নেই কোনো গেটম্যান। সেই ঘরে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি বসবাস করেন। তিনি নিজেকে ওয়েম্যান (খালাসি) হিসেবে পরিচয় দেন। জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরটি গেটম্যানদের পালাক্রমে থাকার ঘর। কিন্তু কোনো গেটম্যান নেই। এ কারণে আমি থাকছি। আক্কেলপুর থেকে জয়পুরহাট রেললাইন দেখাশোনা করি।’ এই ঘরে কত দিন ধরে আছেন এমন প্রশ্নে বলেন, ‘অনেক দিন ধরে আছি। তা তো তিন-চার বছর হবে।’
মাতাপুর গ্রামের বাসিন্দা মারুফ পাহান বলেন, ‘সরকার লাখ লাখ টাকা খরচ করে রেলগেট বানাইছে। কিন্তু রেলগেট ফেলবার মানুষ দ্যায়নি। কখনো হামি নিজে, আবার দোকানদারেরা রেলগেটত দাঁড়িয়ে থ্যাকি লোকজন ও যানবাহনচালকদের সতর্ক করি।’
রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান কবীর বলেন, ‘মাতাপুর রেলগেট দিয়ে অনেক লোকজন ও যানবাহন চলাচল করে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত গেটম্যান দেওয়ার দাবি জানাচ্ছি।’
জানতে চাইলে জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘মাতাপুর রেলগেটে গেটম্যান নেই। রেলওয়ের প্রকৌশল বিভাগ রেলগেটের বিষয়টি দেখেন। যেসব রেলগেটে গেটম্যান নেই, সেগুলোর কথা আমরা রেলস্টেশন থেকে ট্রেনের চালকদের জানিয়ে দিই। গেটম্যানবিহীন রেলগেটে ট্রেন পৌঁছার আগেই চালকেরা হর্ন বাজিয়ে সতর্ক করেন।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ রেলস্টেশনের প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে মাতাপুর রেলগেটের অবস্থান। রেলগেটের দুপাশে রয়েছে প্রতিবন্ধকতা বার (ব্যারিয়ার)। তাঁর পাশেই আছে গেটম্যানের থাকার পাকা ঘর। এই রেলগেটে সবকিছু থাকলেও নেই শুধু গেটম্যান। গেটম্যানের ঘরে বছরের পর বছর বসবাস করছেন নিজেকে ওয়েম্যান (খালাসি) পরিচয় দেওয়া এক ব্যক্তি। ট্রেন এলে চিৎকার করে দুপাশের যানবাহন ও পথচারীদের আটকান স্থানীয়রা।
রেলগেট এলাকার দোকানিরা অভিযোগ করে বলেন, রেলগেটে সবই আছে, শুধু গেটম্যান নেই। বছরের পর বছর তাঁরা নিজেরাই সংকেত দিয়ে গেটম্যানের দায়িত্ব পালন করেন। দুর্ঘটনা এড়াতে রেলগেট এলাকার দুই পাশের দোকানিরা নিজেরাই ট্রেন চলাচলের সময়সূচি আয়ত্ত করেছেন। সময় অনুযায়ী তাঁরা দোকান ছেড়ে রেলগেটের ওপরে এসে লাইনে ট্রেন আসছে কি না দেখেন। এরপর চিৎকার করে রেলগেটের দুই পাশের যানবাহন ও পথচারীদের আটকান। গেটম্যান না থাকায় আগে প্রতিদিনই দুর্ঘটনা ঘটত। এখন নিজেরা সংকেত দেওয়ায় দুর্ঘটনা কমেছে।
সম্প্রতি সরেজমিন রেলগেট এলাকা ঘুরে দেখা গেছে, রেলগেটের দুপাশেই লম্বা দুটি প্রতিবন্ধকতা বার আছে। পূর্ব পাশেই রয়েছে গেটম্যানদের পালাক্রমে থাকার জন্য পাকা ঘর। কিন্তু নেই কোনো গেটম্যান। সেই ঘরে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি বসবাস করেন। তিনি নিজেকে ওয়েম্যান (খালাসি) হিসেবে পরিচয় দেন। জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরটি গেটম্যানদের পালাক্রমে থাকার ঘর। কিন্তু কোনো গেটম্যান নেই। এ কারণে আমি থাকছি। আক্কেলপুর থেকে জয়পুরহাট রেললাইন দেখাশোনা করি।’ এই ঘরে কত দিন ধরে আছেন এমন প্রশ্নে বলেন, ‘অনেক দিন ধরে আছি। তা তো তিন-চার বছর হবে।’
মাতাপুর গ্রামের বাসিন্দা মারুফ পাহান বলেন, ‘সরকার লাখ লাখ টাকা খরচ করে রেলগেট বানাইছে। কিন্তু রেলগেট ফেলবার মানুষ দ্যায়নি। কখনো হামি নিজে, আবার দোকানদারেরা রেলগেটত দাঁড়িয়ে থ্যাকি লোকজন ও যানবাহনচালকদের সতর্ক করি।’
রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান কবীর বলেন, ‘মাতাপুর রেলগেট দিয়ে অনেক লোকজন ও যানবাহন চলাচল করে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত গেটম্যান দেওয়ার দাবি জানাচ্ছি।’
জানতে চাইলে জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘মাতাপুর রেলগেটে গেটম্যান নেই। রেলওয়ের প্রকৌশল বিভাগ রেলগেটের বিষয়টি দেখেন। যেসব রেলগেটে গেটম্যান নেই, সেগুলোর কথা আমরা রেলস্টেশন থেকে ট্রেনের চালকদের জানিয়ে দিই। গেটম্যানবিহীন রেলগেটে ট্রেন পৌঁছার আগেই চালকেরা হর্ন বাজিয়ে সতর্ক করেন।’
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৯ ঘণ্টা আগে