Ajker Patrika

শোকজের জবাব সন্তোষজনক নয়, আ.লীগ–ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে ইসির মামলা

পাবনা প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২২: ৩৩
শোকজের জবাব সন্তোষজনক নয়,  আ.লীগ–ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে ইসির মামলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু ও পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে আজ মঙ্গলবার সন্ধ্যায় পাবনার ৪ নম্বর আমলী আদালত এবং রাতে চাটমোহর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। 

ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান ও চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন মামলা দায়েরের এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, নির্বাচন কমিশনের নির্দেশে তিনি নিজে বাদী হয়ে মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টুর বিরুদ্ধে ৪ নম্বর আমলী আদালত (চাটমোহর-ভাঙ্গুড়া) এ মামলা করেন। 

তিনি আরও জানান, আদালতের বিচারক ফারহানা ইয়ামীম মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। ১৪ জানুয়ারি আসামি নুর ইসলাম মিন্টুকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। 

মামলার বিবরণে জানা যায়, গত ১৭ ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু বক্তব্য দেন, ‘ভোট হবে একমাত্র নৌকার, এর বাইরে কোনো লোক বা এজেন্ট থাকবে না। আফসারের (স্বতন্ত্র প্রার্থীর সমর্থিত) সাঙ্গপাঙ্গদের হাড়-হাড্ডি ভেঙে এলাকা থেকে শেষ করে দিবেন।’ এই মর্মে হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেন। 

তাঁর এই বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। ইতিমধ্যে এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। সেই শোকজের ব্যাখ্যাসহ পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত জেলার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মো. তাজউল ইসলাম নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেন। তার পরিপ্রেক্ষিতে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের জন্য নির্দেশ দেন নির্বাচন কমিশন। 

গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ ছালাম স্বাক্ষরিত এক চিঠিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের আলোকে মামলা দায়ের করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা। 

এদিকে একইভাবে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে চাটমোহর থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাদী আজ মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ ডিসেম্বর চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় মিজানুর রহমান সবুজ ‘পাবনা-৩ আসনে মকবুল চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিরুদ্ধে অবস্থান করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।’ এই মর্মে হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেন। 

তাঁর এই বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। ইতিমধ্যে এ ঘটনায় তাঁকেও শোকজ করা হয়েছিল। ওই শোকজের ব্যাখ্যাসহ পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত জেলার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মো. তাজউল ইসলাম নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেন। তার পরিপ্রেক্ষিতে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়েরের জন্য নির্দেশ দেন নির্বাচন কমিশন। 

গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ ছালাম স্বাক্ষরিত এক চিঠিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের আলোকে মামলার এজাহার দায়ের করেন চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ৬। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’ 

এ বিষয়ে জানতে মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘মামলার বিষয়টি অবহিত হয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবেই আদালতে বক্তব্য উপস্থাপন করব। আর এই মামলা প্রমাণ করে এবারের জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত