সিরাজগঞ্জ প্রতিনিধি
সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়াসহ নানা অভিযোগে সিরাজগঞ্জে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। অভিযানে মুজিব সড়ক এলাকার সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ১০ বেডের হাসপাতালকে ১৭ বেডে রূপান্তরিত করা, সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষা অতিরিক্ত টাকা নেওয়া ও ভোক্তার সঙ্গে প্রতারণার করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়।
এ ছাড়া ভোক্তার সঙ্গে প্রতারণা, লাইসেন্সের মেয়াদ না থাকায় শহরের ই বি রোডে অবস্থিত সিরাজগঞ্জ পলি ক্লিনিক অ্যান্ড নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা করা হয়। এ ছাড়া বিভিন্ন পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ায় ফজলুল হক রোডে অবস্থিত মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, ‘মানুষ যাতে সঠিক স্বাস্থ্য সেবা পায়, এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা সে লক্ষে কাজ করছি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। আজ তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আ ফ ম ওবায়দুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়াসহ নানা অভিযোগে সিরাজগঞ্জে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। অভিযানে মুজিব সড়ক এলাকার সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ১০ বেডের হাসপাতালকে ১৭ বেডে রূপান্তরিত করা, সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষা অতিরিক্ত টাকা নেওয়া ও ভোক্তার সঙ্গে প্রতারণার করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়।
এ ছাড়া ভোক্তার সঙ্গে প্রতারণা, লাইসেন্সের মেয়াদ না থাকায় শহরের ই বি রোডে অবস্থিত সিরাজগঞ্জ পলি ক্লিনিক অ্যান্ড নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা করা হয়। এ ছাড়া বিভিন্ন পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ায় ফজলুল হক রোডে অবস্থিত মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, ‘মানুষ যাতে সঠিক স্বাস্থ্য সেবা পায়, এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা সে লক্ষে কাজ করছি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। আজ তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আ ফ ম ওবায়দুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা বিপজ্জনক। এই ৩০ জনের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
২ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৬ মিনিট আগেঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের লাশ তাঁর রাজশাহীর বাসায় পৌঁছেছে। আজ মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে তাঁর লাশ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে ক্যান্টনমেন্টের পাশেই নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরে একটি
২১ মিনিট আগেসংশ্লিষ্ট আদালতের দপ্তর সূত্রে জানা গেছে, তিনটি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও অন্য তিনটি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে