Ajker Patrika

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৮: ০৫
সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হচ্ছে উপজেলার ঢাকঢোল ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৭) এবং নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদিপ্রবাসী রায়হান হোসেনের মেয়ে ফাতেমা (৭)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আজ শনিবার দুপুরে লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদে মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে সাত বছর বয়সী ফাতেমা। আজ দুপুরে মামাতো বোন ফারিয়ার সঙ্গে বাড়ির পাশে খেলছিল সে। পরে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে দুজনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ বলেন, দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুকুরের পানিতে গোসলে নেমে ডুবে গিয়ে দুজনের মৃত্যু হয়। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো বোন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত