Ajker Patrika

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৮: ০৫
Thumbnail image

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হচ্ছে উপজেলার ঢাকঢোল ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৭) এবং নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদিপ্রবাসী রায়হান হোসেনের মেয়ে ফাতেমা (৭)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আজ শনিবার দুপুরে লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদে মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে সাত বছর বয়সী ফাতেমা। আজ দুপুরে মামাতো বোন ফারিয়ার সঙ্গে বাড়ির পাশে খেলছিল সে। পরে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে দুজনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ বলেন, দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুকুরের পানিতে গোসলে নেমে ডুবে গিয়ে দুজনের মৃত্যু হয়। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো বোন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত