ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগের কর্মী তাফসির আহমেদ মনাকে (২৪) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে ঈশ্বরদী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নিহত মনার মা মোছা. নাহিদা আক্তার লিপি বাদী হয়ে মামলাটি করেছেন। এখন পর্যন্ত পুলিশের হাতে মামলার কেউ আটক বা গ্রেপ্তার নেই। থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসীরকে মামলার তদন্ত অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলার সলিমপুর ইউনিয়নের শাহজাহান আলীর ছেলে অবুঝকে। তিনি ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া মামলায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শিমুল এবং পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের ছেলে রকির নাম রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকে পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে। তারা এলাকায় পুলিশ টহল জোরদার করার জন্য দাবি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা বলেন, ‘পাকশীতে বর্তমানে খুব খারাপ পরিস্থিতি বিরাজ করছে। আমরা খুব শঙ্কার মধ্যে আছি। একই দলের মধ্যে এসব দলাদলি। নেতারাও কোনো ভূমিকা রাখতে পারছেন না।’
এলাকায় আধিপত্য বিস্তার ও মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাফসির আহমেদ মনাকে গত শনিবার মধ্যরাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপির মোড়ে তাঁর প্রতিপক্ষ গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকে পাকশীতে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগের কর্মী তাফসির আহমেদ মনাকে (২৪) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে ঈশ্বরদী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নিহত মনার মা মোছা. নাহিদা আক্তার লিপি বাদী হয়ে মামলাটি করেছেন। এখন পর্যন্ত পুলিশের হাতে মামলার কেউ আটক বা গ্রেপ্তার নেই। থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসীরকে মামলার তদন্ত অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলার সলিমপুর ইউনিয়নের শাহজাহান আলীর ছেলে অবুঝকে। তিনি ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া মামলায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শিমুল এবং পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের ছেলে রকির নাম রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকে পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে। তারা এলাকায় পুলিশ টহল জোরদার করার জন্য দাবি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা বলেন, ‘পাকশীতে বর্তমানে খুব খারাপ পরিস্থিতি বিরাজ করছে। আমরা খুব শঙ্কার মধ্যে আছি। একই দলের মধ্যে এসব দলাদলি। নেতারাও কোনো ভূমিকা রাখতে পারছেন না।’
এলাকায় আধিপত্য বিস্তার ও মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাফসির আহমেদ মনাকে গত শনিবার মধ্যরাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপির মোড়ে তাঁর প্রতিপক্ষ গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকে পাকশীতে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সিলেটে ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
৫ মিনিট আগেচট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
৬ মিনিট আগেসিলেটে প্রায় সোয়া ১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
২১ মিনিট আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার দরকার, যাদের পেছনে জনসমর্থন রয়েছে। নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না।’ আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চেম্বার ভবনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রংপুর
২৫ মিনিট আগে