বগুড়া প্রতিনিধি
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সেলিনা ((৪৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা।
একই সময়ে ৩৪৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ।
রোববার বেলা সোয়া ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০০। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৫০ জন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। তাঁদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩০, মোহাম্মদ আলী হাসপাতালে ৪১, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ চিকিৎসাধীন।
জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (শনিবার) দেওয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১০০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৭৩ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সেলিনা ((৪৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা।
একই সময়ে ৩৪৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ।
রোববার বেলা সোয়া ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০০। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৫০ জন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। তাঁদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩০, মোহাম্মদ আলী হাসপাতালে ৪১, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ চিকিৎসাধীন।
জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (শনিবার) দেওয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১০০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৭৩ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকলেও যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। আজ বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচ ট্রাক মাছ ভারতে রপ্তানি ও ভারত থেকে ১৫ ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হয়েছে।
২৩ মিনিট আগেএকপর্যায়ে তাঁরা ভিডিও করতে থাকেন, ওই ছাত্রীকে মারতে আসেন এবং ধর্ষণের হুমকি দেন। পরে ঘটনাস্থলে শিক্ষকের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই সঙ্গে চাঁদা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।
২৫ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে গোয়ালঘরের তালা কেটে এক কৃষকের পাঁচ গরু চুরি করে নিয়ে গেছে চোর। আয়ের অবলম্বন গরুগুলোকে হারিয়ে আহাজারি করছেন কৃষক আতা শাহ ভোলা। গতকাল মঙ্গলবার রাতে বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিম বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গরুগুলোর বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেন ওই কৃষক।
১ ঘণ্টা আগেচাঁদপুরের ফরিদগঞ্জে এক ব্যবসায়ীর লাশ দাফনে বাধা দিয়েছেন পাওনাদারেরা। তাঁরা প্রায় ১২ ঘণ্টা কফিন অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় দেনা পরিশোধের প্রতিশ্রুতি পাওয়ার পর তাঁরা লাশ দাফনের অনুমতি দেন। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের জয়শ্রী গ্রামে আজ বুধবার এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে